Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখে নিন আর্জেন্টিনা-ফ্রান্সের একাদশ


৩০ জুন ২০১৮ ১৯:১৫ | আপডেট: ৩০ জুন ২০১৮ ১৯:৩৩

।। স্পোর্টস ডেস্ক ।।

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ দিয়েই শুরু হবে বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচ। রাশিয়ার কাজানে শনিবার (৩০ জুন) রাত আটটায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে বিশ্বকাপ মিশন থেমে যাবে যে কোনো এক দলের।

আর্জেন্টিনার শুরুর একাদশ: ফ্রাঙ্কো আরমানি, গ্যাব্রিয়েল মাকর্দো, নিকোলাস অটামেন্ডি, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, হাভিয়ের মাশ্চেরানো, এনজো পেরেজ, এভার বানেগা, ডি মারিয়া, ক্রিস্টিয়ান পাভোন এবং লিওনেল মেসি।

ফ্রান্সের শুরুর একাদশ: হুগো লোরিস, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি, লুকাস হার্নান্দেজ, এনগোলো কান্তে, পল পগবা, কাইলিয়ান এমবাপে, অ্যান্তোনিও গ্রিজম্যান, ব্লেইসিস মাতুইদি, অলিভার জিরুদ।

গ্রুপ পর্ব থেকে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই দ্বিতীয় পর্বে উঠেছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র আর ক্রোয়েশিয়ার কাছে হেরে পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে। শেষ পর্যন্ত নাইজেরিয়াকে হারিয়ে কোনোমতে পেয়েছে শেষ ষোলোর টিকেট। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও পেরুর সঙ্গে প্রথম দুই ম্যাচে জয় দিয়েই শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। আর ডেনমার্কের সঙ্গে শেষ ম্যাচটা করেছে ড্র।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর