Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুইস ঝড়ে ঢাকার রেকর্ড জয়


২৭ নভেম্বর ২০১৭ ১৫:৫৩

সারাবাংলা প্রতিবেদক

এমনিতেই পয়েন্ট টেবিলের তলানিতে চিটাগাং ভাইকিংস। সিলেট, ঢাকা, পরে বন্দর নগরীতে এসে রানের বন্যা বইয়ে দিয়েও নিজেদের হার এড়াতে পারছে না ভাইকিংসরা। আজকেও হেরে শীর্ষ চারের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে এল তাদের। দলের অধিনায়ক লুক রঞ্চি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রেকর্ড রান ১৮৮ টার্গেট ছুড়ে দেয়।

ঢাকার সামনেও তাই রেকর্ড রানের পাহাড় আসে। পাহাড় এই অর্থে, এর আগে বিপিএলের এই আসরে ঢাকা এর আগে ১৫৭ রানের টার্গেট তাড়া করে জয় পায়। তবে চট্টগ্রামের এই টার্গেট ৭ বল বাকি থাকতেই টপকে যায় ঢাকা।

বিস্ফোরক এভিন লুইসই একাই ঢাকাকে জয়ে বন্দরে নিয়ে যান বলতে হবে। মাত্র ৩১ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। তার টর্নেডোটা বুঝতে হলে তার স্কোরে চার ছয়ের বিবরণটা দিতে হয়। এই ৭৫ রানে লুইস ৯টি বল সীমানা ছাড়িয়েছেন আর তিনটি বল চার মেরেছেন। হিসেব করলে দাঁড়ায় শুধু বাউন্ডারি থেকেই তিনি সংগ্রহ করেছেন ৬৬ রান!

তবে ঢাকার এই জয়ে বড় অবদান রেখেছে জো ডেনলি, সাকিব আল হাসান ও ডেলপোর্ট। ৩৯ বলে ৪৪ রান করে লুইসের সঙ্গে ভাল সমন্বয় করেছেন ডেনলি। এরপর ডেলপোর্টকে সাথে নিয়ে অধিনায়ক সাকিব ভালো ফিনিশিংয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন ঢাকাকে। ২৪ বলে ৪৩ রানের বড় ইনিংস উপহার দিয়েছেন ডেলপোর্ট আর সাকিব করেছেন ১৭ বলে ২২।

এর আগে চিটাগাংয়ের হয়ে এনামুল হক বিজয় আর লুক রঞ্চি দারুণ শুরু এনে দেন। দুজনের ফিফটিতে ১৮৮ রানের টার্গেট ছুড়ে দেয় চিটাগাং। এনামুল ৪৭ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তবে, এবারের বিপিএলে প্রায়সই ঝলক দেখানো এনামুল এই ম্যাচে নিজের রেকর্ড ভেঙেছেন। এই ম্যাচে তিনি ছয়টি ছক্কা হাঁকিয়েছেন যেটা তার টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর সাথে রঞ্চির ৪০ বেল ৫৯ রানে বড় সংগ্রহ করে চিটাগাং। এতো বড় টার্গেট দিয়েও হার থামানো গেল না।

এই হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে চিটাগাং ভাইকিংস। এবং ৯ ম্যাচে ৫ জয়ে খুলনার সঙ্গে শীর্ষ স্থানে অবস্থান করছে ঢাকা।

জেএইচ/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর