Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনাকে বিদায় বললেন মাসচেরানো


৩০ জুন ২০১৮ ২৩:০৫ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক।। 

এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলছেন। বয়স হয়ে গেছে ৩৪, নিশ্চিতভাবেই এটি ছিল তাঁর শেষ বিশ্বকাপ। ফ্রান্সের কাছে হারের পর পরেই হাভিয়ের মাসচেরানো জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে।

আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১৪৭টি ম্যাচ খেলেছেন, অন্য যে কারও চেয়ে সবচেয়ে বেশি। ২০০৬ বিশ্বকাপ থেকে ছিলেন প্রতিবারই, এই বয়সেও আর্জেন্টিনার মধ্যমাঠে খেলেছেন প্রতিটি ম্যাচই। দেশের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকার ফাইনালও খেলেছেন। কিন্তু ২০০৮ অলিম্পিকে সনা জেতাই হয়ে থাকল একমাত্র অর্জন। আজ ফ্রান্সের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে ৪-৩ গোলে হারের পরেই জানিয়েছেন, ‘আর্জেন্টিনার হয়ে আর দেখা যাবে না আমাকে। এখন থেকে আমি একজন সমর্থক হয়েই খেলা দেখব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর