স্পেনের সঙ্গে ‘মিরাকল’ চাইছে রাশিয়া
১ জুলাই ২০১৮ ১০:১৪ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১০:১৭
সারাবাংলা ডেস্ক।।
টুর্নামেন্ট শুরুর আগেও যদি দুই দল মুখোমুখি হতো, সেখানে স্পেনকে এগিয়ে রাখতে অনেকটা বড় ব্যবধানে। এই বিশ্বকাপের আগে রাশিয়ার র্যাঙ্কিং ছিল দলগুলোর মধ্যে সবচেয়ে তলানিতে, তাদের সঙ্গে জিততে খুব একটা কষ্ট হওয়ারও কথা নয়। কিন্তু বিশ্বকাপে স্বাগতিকেরা প্রমাণ করেছে, র্যাঙ্কিং একটা সংখ্যা ছাড়া কিছু নয়। প্রথম দুই ম্যাচে যেমন খেলেছে, শেষ ম্যাচেও ওভাবে খেলতে পারলে স্পেনকে ভালোই ভোগাতে পারে রাশিয়া।
বরং স্পেনের টুর্নামেন্টটা এখন পর্যন্ত গেছে ওঠা নামার মধ্য দিয়ে। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে এক রোনালদোর জন্য ড্র নিয়ে ফিরতে হয়েছিল। পরের ম্যাচে ইরানের সঙ্গে জয়, কিন্তু শেষ ম্যাচে এসে আবার মরক্কোর সঙ্গে খেতে হলো হোঁচট। স্পেনের রক্ষণ নিয়েও উঠে গেছে প্রশ্ন, তিন ম্যাচে তাদের জালে ঢুকেছে ছয় গোল। গোলরক্ষক ডেভিড ডি গিয়াকেও মনে হচ্ছে বেশ কিছুটা নড়বড়ে।
অন্যদিকে রাশিয়া টুর্নামেন্ট শুরু করেছিল দুর্দান্তভাবে, সৌদি আরবকে পাঁচ গোলে উড়িয়ে দিয়ে। এরপর মিশরের সঙ্গে দুর্দান্ত খেলে পেয়েছে তিন গোল। তবে উরুগুয়ে তাদের মাটিতে নামিয়ে এনেছে আবার, দিয়েছে তিন গোল।
দুই দলের সাম্প্রতিক দেখাও স্পেনকে এগিয়ে রাখছে। রাশিয়ার সঙ্গে শেষ তিন ম্যাচে দশ গোল দিয়েছে স্পেন। সর্বশেষ ২৩ ম্যাচ তারা অপরাজিত। রাশিয়ার সঙ্গে সর্বশেষ নকআউট পর্বে স্পেনের দেখা হয়েছিল ২০০৮ ইউরোতে। সেবার তাদের স্পেন বিদায় করে দিয়েছিল সেমিফাইনাল থেকে।
আজকের ম্যাচের আগে স্পেনের কোচ ফার্নান্দো হিয়েরো অবশ্য বলছেন, নিজেদের ওপর আস্থা আছে তাদের। এমন বেশ কিছু খেলোয়াড় আছে, যে কোনো সময়ই যারা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। আর রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেশভ বলছেন, এই ম্যাচে স্পেনই ফেবারিট। রাশিয়া জিতলে সেটা হবে মিরাকল। তবে এই বিশ্বকাপ দেখিয়েছে, ‘মিরাকল’ তো ফুটবলে হয়ই।
একাদশ
স্পেন– ডি গিয়া,কারভাহাল, পিকে, রামোস, আলবা, বুস্কেটস, ইনিয়েস্তা, থিয়াগো, আসেনসিও, কস্তা, ইস্কো।
রাশিয়া– আকিনফেভ, ফার্নান্দেজ, ইগ্নাশেভিচ, কুতেপভ, জিরকভ, গাজিন্সকি, জবনিন, সামেদভ, চেরিশেভ, গোলোভিন, স্মোলভ।