Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পর্তুগালকে আরও অনেক কিছু দেওয়ার আছে রোনালদোর’


১ জুলাই ২০১৮ ১২:৫৫

সারাবাংলা ডেস্ক।।

বয়স হয়ে গেছে ৩৩। চার বছর পর আরেকটি বিশ্বকাপ খেলার কথা একটু কষ্টকল্পনাই। তবে কাল উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর সেরকম কোনো ঘোষণা দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। বরং পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, পর্তুগালকে এখনো অনেক কিছুই দেওয়ার আছে রোনালদোর।

দেশের হয়ে ইউরো জিতেছেন রোনালদো, তাঁর মুকুটে সবচেয়ে বড় পালকগুলোর একটি। তবে বিশ্বকাপের সবচেয়ে বড় সাফল্য হয়ে আছে ২০০৬ সালে দলকে সেমিফাইনাল নিয়ে যাওয়া পর্যন্ত। দেশের হয়ে রেকর্ড ৮৫টি গোল আছে তাঁর। সেটা কি সামনে আরও বাড়বে? সান্তোস বলছেন, রোনালদোর এখনই বিদায় বলার সম্ভাবনা নেই, ‘অবশ্যই রোনালদোর এখনও ফুটবলকে অনেক কিছুই দেওয়ার আছে। সেপ্টেম্বরে একটা টুর্নামেন্ট আছে উয়েফার (নেশনস কাপ), সেখানে তরুণদের সাহায্য করার জন্য সে থাকবে।’

কালকের ম্যাচ হেরে যাওয়ার জন্য কৃতিত্বটা উরুগুয়ের দুই স্ট্রাইকার সুয়ারেজ ও কাভানিকেই দিলেন সান্তোস। তবে স্বীকার করলেন, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হওয়ায় পুরো দেশই হতাশ।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর