Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বোতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, ২ বছর পর একাদশে ইবাদত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১০:২৫ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:৩৩

শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টেও আগে ব্যাটিং করবে বাংলাদেশ। গল টেস্টের মতো কলম্বোতেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আগেই জানা গিয়েছিল চোট কাটিয়ে এই টেস্টের একাদশে ফিরছেন মেহেদি হাসান মিরাজ। ফর্মে থাকা মিরাজকে জায়গা করে দিতে বাদ পরেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। এদিকে, প্রায় দুই বছর পর বাংলাদেশের হয়ে খেলতে নামছেন ইবাদত হোসেন।

পায়ের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ইবাদত। ইনজুরি কাটিয়ে ফিরলেও একাদশে জায়গা মিলছিল না। আজ কলম্বো টেস্টের একাদশে ফিরলেন ইবাদত। বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচটা খেলেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে।

বিজ্ঞাপন

গল টেস্টে দারুণ বোলিং করা পেসার হাসান মাহমুদ চোটে পড়েছেন। তার জায়গায় একাদশে ডাকা হয়েছে ইবাদতকে। গল টেস্টে একদমই ভালো বোলিং করতে না পারা নাহিদ রানার বাদ পড়ার কথা শোনা গেলেও তেমন সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিংয়ে গল টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন এনামুল হক বিজয়। আউটও হয়েছিলেন বাজেভাবে। তবু অভিজ্ঞ ওপেনারের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর