Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভানির চোট গুরুতর নয়


১ জুলাই ২০১৮ ১৩:৪১ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৩:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

Cavani Injury

।। স্পোর্টস ডেস্ক ।।

একাই দুই গোল করে জিতিয়েছেন দলকে। কিন্তু ম্যাচে পড়েছেন ইনিজুরিতে। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে চোট পেয়ে মাঠ ছাড়েন এডিনসন কাভানি। তাতেই শঙ্কা শুরু হয়েছে তাকে নিয়ে। তবে চোট যে গুরুতর নয় সেটা নিজেই জানিয়ে দিয়েছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

শনিবার (৩০ জুন) শেষ ষোলোর ম্যাচে দলের দুটি গোলই এসেছে কাভানির শটেই। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোল আর ৬২ মিনিটে দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৭৪ মিনিটে ইনিজুরিতে পড়ে মাঠে ছাড়েন পিএসজি।

আসরের কোয়ার্টার ফাইনালে শুক্রবার (৬ জুলাই) ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে। তাই কাভানির ইনজুরি নিয়েই চিন্তায় পড়েছেন দলের কোচ অস্কার তাবারেজ, ‘আমাদের হাতে এখন অনেক সময় নেই। ওর (কাভানি) ইনজুরি কতটা গুরুতর, সেটা নিয়েই এখন চিন্তা করছি।’

বিজ্ঞাপন

তবে পিএসজি তারকা নিজে মনে করছেন, ইনজুরি অতটা গুরুতর নয়। তাই কোয়ার্টার ফাইনালের আগেই সেরে উঠবেন বলে মনে করছেন তিনি, ‘আশা করি, তেমন কিছুই হবে না। পায়ের পেশিতে ব্যাথা হচ্ছিল, তাই মাঠ ছাড়তে হয়েছে। আশা করি, দ্রুত ফিট হবো। সতীর্থদের সঙ্গে মাঠে নামতে আমি সবকিছুই করবো।’

সারাবাংলা/এসএন

 

পড়ুন: রোনালদোদের হারিয়ে শেষ আটে কাভানির উরুগুয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর