Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় সু-খবর পেলেন নাজমুল-মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২১:০২

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ব্যাটিং দাপট দেখিয়েছে বাংলাদেশ। তার নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। শান্ত সেঞ্চুরি করেছেন দুই ইনিংসেই। মুশফিক প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর রান পেয়েছেন দ্বিতীয় ইনিংসেও। গলে রানের বন্যা বইয়ে দেওয়া শান্ত-মুশফিক বড় সু-খবর পেলেন।

আজ বুধবার (২৫ জুন) র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে শান্ত-মুশফিকদের।

গল টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করা নাজমুল শান্ত দ্বিতীয় ইনিংসে করেন ১২৫ রান। র‌্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে উঠে এসেছেন শান্ত। র‌্যাংকিংয়ে শান্তর এটা সর্বোচ্চ অবস্থান। ২০০৩ সালে নিউজিল্যান্ড সফরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে উঠেছিলেন শান্ত। এতোদিন সেটাই ছিল তার ক্যারিয়ার সর্বোচ্চ।

বিজ্ঞাপন

গল টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ ও দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করা মুশফিকুর রহিমের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ১১ ধাপ। ২৮ নম্বরে উঠে এসেছেন মুশফিক। গলে প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে ৩ ধাপ পিছিয়ে যাওয়া লিটন দাস  ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪০তম অবস্থানে। সাবেক অধিনায়ক মুমিনুল হক ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১ নম্বর অবস্থানে।

গল টেস্টের প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করা ওপেনার সাদমান ইসলাম অনিক ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৫তম অবস্থানে। সাদমানের ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান এটা। ৫৪ নম্বরে আছেন মেহেদি হাসান মিরাজ।

বোলিংয়ে উন্নতি হয়েছে নাঈম হাসান, হাসান মাহমুদদের। স্পিনার নাঈম হাসান গল টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন। ৬ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন নাঈম। তিন উইকেট নেওয়া হাসান মাহমুদ ৫ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫৪ নম্বরে।

টেস্টে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে আছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসের মানে অবনতি
১২ জুলাই ২০২৫ ১২:৩৮

আরো

সম্পর্কিত খবর