জার্মানি-আর্জেন্টিনার বিদায়ে সতর্ক ক্যাসেমিরো
১ জুলাই ২০১৮ ১৬:০০ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৬:২৪
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। ইতোমধ্যেই বাদ পড়েছে আসরের আরেক ফেভারিট আর্জেন্টিনাও। এই মুহুর্তে আসরের অন্যতম ফেভারিট হিসেবে আছে ব্রাজিল। তাই এরই মধ্যে দলকে সতর্ক থাকার কথা বললেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।
সোমবার (২ জুলাই) শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচকে সামনে রেখে ২৬ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার মনে করছেন, জার্মানির এমন পরিণতির পর আগে থেকে কিছুই নিশ্চিত বলা যাবেনা।
গ্রুপ পর্বে মেক্সিকো আর দক্ষিণ কোরিয়ার কাছে হেরেই বিদায় নিয়েছে জার্মানি। তাই শুধুমাত্র ফেভারিট হলেই দলের জয় আসবে না বলে মনে করেন ক্যাসেমিরো, ‘জার্সি কখনো ম্যাচ জেতাবে না। জার্মানির দিকে তাকালেই সেটা বুঝা যায়, ওদের দলে ফেভারিট সব খেলোয়াড় থাকার পরও প্রথম পর্বেই ছিটকে গেল।’
তবে নিজের দলকে নিয়ে অনেকটা আশাবাদী ব্রাজিলিয়ান মিডফিল্ডার, ‘আমাদের দলে উঁচুমানের খেলোয়াড়রাই আছে, ফেভারিট ক্লাবগুলোতেই খেলে তারা। এই বিষয়ে আমরা অনেকটাই নিশ্চিত। আমাদের মধ্যে শ্রদ্ধা, স্থিরতা ও নিরহঙ্কারের বিষয়টা আছে। তবে, মেক্সিকোর বিপক্ষে জিততেই খেলতে হবে আমাদের।’
সোমবার (২ জুলাই) সামারায় মেক্সিকোর বিপক্ষে লড়াইয়ে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
সারাবাংলা/এসএন