প্রথমার্ধে সমতায় রাশিয়া-স্পেন
১ জুলাই ২০১৮ ১৯:৫৯ | আপডেট: ১ জুলাই ২০১৮ ২১:০৫
।। স্পোর্টস ডেস্ক।।
শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে শিরোপার অন্যতম দাবীদার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং স্বাগতিক রাশিয়া। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে স্পেন আর রানার্সআপ হয়ে নক-আউটের টিকিট কাটে রাশিয়া। মস্কোর লুঝনিকিতে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামে দুই দল। আত্মঘাতী গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। পরে পেনাল্টির সুযোগ থেকে রাশিয়ানদের সমতায় ফেরান জুবা (১-১)।
ম্যাচের ১২ মিনিটে লিড নেয় স্প্যানিশরা। তবে, স্পেন দলের কেউ গোল করতে পারেনি। সার্জি ইগনাসেভিচের পায়ে লেগে নিজেদের জালে বল জড়ালে ১-০ গোলে পিছিয়ে পরে রাশিয়া। ৩৬ মিনিটের মাথায় আলেকজান্ডার গোলোভিন দারুণ এক শট নিয়েছিলেন স্পেনের ডিফেন্স চিঁড়ে। তবে, বল গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। স্প্যানিশ গোলরক্ষক ডি গিয়াকে তেমনভাবে পরীক্ষায় যেতে হয়নি।
ম্যাচের ৩৯ মিনিটে আবারো রাশিয়ার আক্রমণে কেঁপে ওঠে স্পেনের রক্ষণ, বল ক্লিয়ার করে স্পেনকে রক্ষা করেন পিকে। তবে, পরের মিনিটেই পিকের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় রাশিয়ানরা। ৪৩ মিনিটের মাথায় পেনাল্টি শট নেন জুবা, ডি গিয়াকে ফাঁকি দিতে সমস্যা হয়নি তার (১-১)। ৪৪ মিনিটে ইসকোর জোরালো শট রুখে দেন রাশিয়ার ডিফেন্ডাররা। বিরতির ঠিক আগে দিয়েগো কস্তার হেড গ্লাভসবন্দি করেন রাশিয়ান গোলরক্ষক।
টুর্নামেন্ট শুরুর আগেও যদি দুই দল মুখোমুখি হতো, সেখানে স্পেনকে এগিয়ে রাখা হতো অনেকটা বড় ব্যবধানে। এই বিশ্বকাপের আগে রাশিয়ার র্যাংকিং ছিল দলগুলোর মধ্যে সবচেয়ে তলানিতে, তাদের সঙ্গে জিততে খুব একটা কষ্ট হতো না স্প্যানিশদের। কিন্তু বিশ্বকাপে স্বাগতিক রাশিয়া প্রমাণ করেছে, র্যাংকিং একটা সংখ্যা ছাড়া কিছু নয়। প্রথম দুই ম্যাচে যেমন খেলেছে, শেষ ম্যাচেও ওভাবে খেলতে পারলে স্পেনকে ভালোই ভোগাতে পারে রাশিয়া।
বরং স্পেনের টুর্নামেন্টটা এখন পর্যন্ত গেছে ওঠা নামার মধ্য দিয়ে। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে এক রোনালদোর জন্য ড্র নিয়ে ফিরতে হয়েছিল (৩-৩)। পরের ম্যাচে ইরানের বিপক্ষে জয়, কিন্তু শেষ ম্যাচে এসে আবার মরক্কোর সঙ্গে খেতে হলো হোঁচট (২-২)। স্পেনের রক্ষণ নিয়েও উঠে গেছে প্রশ্ন, তিন ম্যাচে তাদের জালে ঢুকেছে ছয় গোল। অন্যদিকে রাশিয়া টুর্নামেন্ট শুরু করেছিল দুর্দান্তভাবে, সৌদি আরবকে পাঁচ গোলে উড়িয়ে দিয়ে। এরপর মিশরের সঙ্গে দুর্দান্ত খেলে পেয়েছে তিন গোল। তবে উরুগুয়ে তাদের মাটিতে নামিয়ে এনেছে আবার, দিয়েছে তিন গোল।
দুই দলের সাম্প্রতিক দেখাতে স্পেন এগিয়ে। রাশিয়ার বিপক্ষে শেষ তিন ম্যাচে দশ গোল দিয়েছে স্পেন। সর্বশেষ ২৩ ম্যাচ তারা অপরাজিত। রাশিয়ার সঙ্গে সর্বশেষ নকআউট পর্বে স্পেনের দেখা হয়েছিল ২০০৮ ইউরোতে। সেবার তাদের স্পেন বিদায় করে দিয়েছিল সেমিফাইনাল থেকে।
সারাবাংলা/এমআরপি