Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক কারণেই কি বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২০:৩০ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১০:৫৫

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফর করার কথা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। ১৩ আগস্ট ঢাকায় পা রাখার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু বাংলাদেশ-ভারতের মধ্যকার কাঙ্খিত এই সিরিজটা আচমকাই অনিশ্চিত হয়ে পরেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, সিরিজটা যথাসময়ে হওয়ার বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছে তারা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসবে তা এখনো নিশ্চিত নয়।

ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, নিরাপত্তাজনিক কারণে দল পাঠানোর বিষয়টি নিয়ে ভাবছে বিসিসিআই। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুাত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে এখন নতুন সরকার। এমন অবস্থায় বাংলাদেশে দল পাঠাতে ভারতীয় সরকারের সংকেতের অপেক্ষায় বিসিসিআই।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশে সম্প্রতি নিরাপত্তাহীনতার মতো কোনো বিষয় চোখে পরেনি। সব মিলিয়ে রাজনৈতিক কারণেই কি বাংলাদেশে দল পাঠানোর বিষয়টিকে অনিশ্চিত করে ফেলল ভারত?

এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে। প্রশ্নটি সরাসরি উড়িয়ে না দিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘অগাস্ট বা সেপ্টেম্বর বলে কিছু নয়। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আমরা করতে পারি। যদি কোনো কারণে তারা এই মুহূর্তে (অগাস্টে) আসতে না পারে, কোনো কারণে… আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তাহলে সম্ভাব্য পরবর্তী উইন্ডোতে হবে সিরিজটি।’

নির্ধারিত সময়ে সিরিজ হওয়া নিয়ে বাংলাদেশ আশাবাদি বলেছেন বিসিবি প্রধান। আমিনুল ইসলাম বলেন, ‘এটা (অগাস্টে) নির্ধারিত ছিল। তবে তাদের (ভারত) জাতীয় দল ছাড়া অন্যান্য দল নিয়ে কিছু কনসার্ন আছে। তাদের জাতীয় দল এখন ইংল্যান্ডে আছে। সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্তের অপেক্ষা করছে তারা। তাদের অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সেটাও স্থগিত হয়েছে। তবে আমাদের সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এখনও আমরা আশাবাদী।’

এদিকে, বাংলাদেশ-ভারত সিরিজ আগস্টে নির্ধারিত সময়ে না হলে এই সিরিজের ভবিষ্যত অনেকটাই অন্ধকার। কারণ সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য উইন্ডো রাখা হয়েছে। অক্টোবরে বাংলাদেশ আসার কথা ওয়েস্ট ইন্ডিজের, নভেম্বরে আয়ারল্যান্ডের। ডিসেম্বর ও জানুয়ারী বিপিএলের জন্য জন্য বরাদ্দ রাখা। আর ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের পর পাকিস্তান দলের বাংলাদেশ সফরে আসার কথা। এরপর নিউজিল্যান্ড সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সব মিলিয়ে নির্ধারিত সময়ে সিরিজ না হলে ভারত-বাংলাদেশ সিরিজ বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পরে যাবে।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর