শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। টস হেরে আগে বোলিং করতে নেমে শুরুতেই লংকানদের এলোমেলো করে দিয়েছে বাংলাদেশ। আর তাতে বড় অবদান তাসকিন আহমেদের। অনেকদিন পর চোট কাটিয়ে ফেরা তাসকিন নতুন বলে গতির ঝড় তুলেছেন।
বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য মন্দ হয়নি। নতুন বলে শ্রীলংকার টপ অর্ডার ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
বিশেষ করে তাসকিন আহমেদ ছিলেন অপ্রতিরোধ্য। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন অনেকদিন। চোট কাটিয়ে ফেরা তাসকিনের বোলিংয়ে কোনো জড়তাই দেখা গেল না। লংকান শিবিরে প্রথম আঘাতটা তানজিম হাসান সাকিবের।
পাথুম নিশাঙ্কাকে উইকেটের পেছনে ক্যাচ বানান সাকিব। শ্রীলংকার রান তখন মাত্র ৫। পরের ওভারে অপর ওপেনার নিশান মাদুস্কাকে ফেরান তাসকিন আহমেদ। তাসকিনের দারুণ এক সুইং বল স্ট্যাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন মাদুস্কা। শ্রীলংকার দলীয় ২৯ রানের মাথায় কামিন্ডু মেন্ডিসকে ফিরিয়েছেন তাসকিন।
তাসকিনের হঠাৎ লাফিয়ে উঠা বলে মিড অফে ক্যাচ তুলে দেন কামিন্ডু। ফেরার আগে রানের খাতাই খুলতে পারেননি ফর্মে থাকা লংকান ব্যাটার। তবে ত্রিশের আগেই তিন উইকেট হারিয়ে ফেলা শ্রীলংকার হয়ে তারপর হাল ধরেছেন কুশাল মেন্ডিস ও অধিনায়ক চারিথ আশালাঙ্কা। দুজনের জুটিতে পঞ্চাশ পেরিয়েছে শ্রীলংকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে শ্রীলংকার রান ৩ উইকেটে ৫৪। ২৬ রানে অপরাজিত মেন্ডিস। ১৮ রানে অপরাজিত আশালাঙ্কা।