ভিএআর নিয়ে বাড়াবাড়ি করে শাস্তি পেলো মরক্কো
১ জুলাই ২০১৮ ২১:৩২
।। স্পোর্টস ডেস্ক ।।
ভিএআর প্রযুক্তি নিয়ে মাঠে কটুক্তি আর বাড়াবাড়ি করায় জরিমানা গুনতে হচ্ছে মরক্কোকে। স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ শেষে মরক্কোর ফুটবলারদের অপ্রীতিকর আচরণে প্রশ্ন ওঠায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জরিমানা করেছে মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশনকে।
একইসঙ্গে দেশটির ছয় ফুটবলারকেও জরিমানায় অন্তর্ভূক্ত করা হয়েছে। আর্থিক দণ্ড হিসেবে মরক্কোকে ৫০ হাজার জরিমানা করেছে ফিফা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে মরক্কো। ২-১ গোলে এগিয়ে আফ্রিকার দেশটি। রেফারির শেষ বাঁশির অপেক্ষায় স্টেডিয়াম। ম্যাচের অতিরিক্ত সময়ে ইয়াগো আসপাসের গোলে সমতায় ফেরে স্পেন। রেফারি সাহায্য চান ভিডিও রেফারির। ভিডিওতে দেখা যায়, ইয়াগো আসপাস অফ সাইডে পা রেখেছিলেন। সেটা মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছিল। সেই বিতর্ক ছড়ালো মাঠে।
Our very own Nordin Amrabat shares his views on VAR. #watfordfc
pic.twitter.com/nrh4c12tz1— Rookery Mike (@RookeryMike) June 25, 2018
ম্যাচ শেষে ক্যামেরার প্যান করে দেখাচ্ছিল ওয়াটফোর্ড উইঙ্গার নর্ডিন আমরাবাটের দিকে। ক্যামেরার দিকে চেয়ে আঙ্গুল দেখিয়ে নর্ডিন ‘ভার ইজ বুলশিট’ বলে উঠেন। অন্যদিকে মাঠের মধ্যে মরক্কোর ফুটবলাররা রেফারির উপর জোর করছিলেন।
এমন বিতর্কের পর নর্ডিনের অভিব্যক্তি টুইটারে ভাইরাল হয়। মাঠের এই আচরণ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আমলে নিয়ে মরক্কোকে আর্থিক দণ্ড দেয় ফিফা।
সারাবাংলা/জেএইচ