Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ২১:৩৯ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ২১:৪৪

সাবেক ক্রিকেটার বা লোকাল কোচদের কাজে না লাগানোর অভিযোগ উঠত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে। সম্প্রতি সময়ে সেই অভিযোগ অবশ্য ধীরে ধীরে কমছে। গত কয়েক মাসে সাবেক বেশ কয়েকজন ক্রিকেটারকে বিসিবির বিভিন্ন পদে দেখা গেছে। খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাবেক একজন ক্রিকেটার। এদিকে, বিসিবিতে আরও এক সাবেক ক্রিকেটার যুক্ত হলেন।

জাতীয় দলের হয়ে এক সময় নিয়মিত খেলা টপ অর্ডার ব্যাটার নাজিমউদ্দিনকে স্থানীয় কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। চট্টগ্রামের এই ক্রিকেটারকে চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলে কাজ করার জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিমুদ্দিন নিজেই।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ৩ টেস্ট, ১১ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলা নাজিমুদ্দিন সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন ২০১২ সালে। তারপর ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত। তবে গত কয়েক বছরে ব্যস্ত হয়ে পরেছেন কোচিং পেশায়। বিভিন্ন পর্যায়ে নিয়মিত কোচিং করাচ্ছেন।

তাকে চট্টগ্রামের বয়সভিত্তিক ক্রিকেটে কোচিংয়ের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। এ বিষয়ে নাজিমুদ্দিন জানান, ‘আমি চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলে কোচ হিসেবে যুক্ত হয়েছি। চট্টগ্রাম বিভাগে ১১টি জেলা রয়েছে তার অর্ধেক নিয়ে কাজ করব আমি। আমি সেখানে প্রধান কোচ হিসেবে থাকব।’

নিজের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করে যাবেন বলেছেন নাজিমুদ্দিন, ‘আমি বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার। অন্য সবার মতো আমারও উদ্দেশ্য বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করব। আমি কোচিংয়ে জয়েন করেছি। আমার চেষ্টা থাকবে আমার নিজের অভিজ্ঞতা কাজে লাগানো।’

সারাবাংলা/এসএইচএস

নাজিমুদ্দিন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর