Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ম্যাচে নিজের বুটে কি লিখেছিলেন রোনালদো?


১ জুলাই ২০১৮ ২২:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। সম্ভাব্য শেষ ম্যাচ খেলে ফেলেছেন হালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বিশ্বকাপের শুরু থেকেই আলো ছড়ানো রিয়াল তারকার বুট জোড়া নিয়ে কৌতুহল উঠেছে। উরুগুয়ের বিপক্ষে নিজের বুটে কি লিখেছিলেন দেশের হয়ে ইউরোপের সর্বোচ্চ এই গোলদাতা?

তার বুট জোড়ার উপর ভর করেই পর্তুগাল টিকেট পেয়েছে দ্বিতীয় রাউন্ডের। গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে দুর্দান্ত হ্যাটট্রিকসহ মরক্কোর বিপক্ষে গোল পাওয়া রোনালদো রাশিয়ার সোচি স্টেডিয়ামে উরুগুয়ে ম্যাচে নিজের বুটে একটা আবেগঘন বার্তা লিখেছেন।

সমর্থকরাও চোখে পড়তে বেশি সময় লাগে নি।

ফ্যামিলি ম্যান রোনালদো আসলে তার দুই ছেলে ও দুই মেয়ের নাম লিখেছেন বুট জোড়ায়। ডান বুটে লিখেছেন দুই মেয়ে আলানা মার্টিনা ডস সান্তোস অ্যাভেইরা ও ইভা মারিয়া ডস সান্তোসের নাম।

বা পায়ে লিখেছেন দুই ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র আর মাতেওর নাম।

‘ফ্যামিলি ম্যান’ হিসেবে পরিচিতি আছে রোলানদোর। চার সন্তানের জনক জানান, ‘আমি সবসময় একটু ফ্রাঙ্ক। কেউ দেখা করতে চাইলে আমি দেখা করি। তারা আমার সঙ্গে দেখা করে অনেক অবাক হয়। আমাকে অনেক কনফিডেন্ট দেখে অবাক হয়। আমি গর্বিত বাবা হিসেবে ফিল করি ব্যাপারটা।’

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর