এ বিশ্বকাপে ছোট-বড় বলে কোন দল নেই
১ জুলাই ২০১৮ ২৩:৩২ | আপডেট: ১ জুলাই ২০১৮ ২৩:৩৪
জাহিদ হাসান এমিলি
আর্জেন্টিনা যখন বিশ্বকাপে আসলো মেসি নিজেও বলেছিল যে তারা ফ্যাভারিট না। ভেবে চিন্তেই এ কথা বলেছে সে। যেহেতু দলের নাম আর্জেন্টিনা আর এ দলে বিশ্বের সেরা ফুটবলার খেলেন সেহেতু এ দলকে ফেভারিটের খাতায় রাখাটা ভুল হবে না। মেসির উপর অনেক বড় চাপ ছিল। এই ভাঙা দলকে নিয়ে বিশ্বকাপে ভালো পারফর্ম করার।
তার উপর ‘মরার উপর খরার ঘা’ হয়ে গেছে রোমেরো আর লানজিনি ছিটকে যাওয়ার পর। এছাড়া দলের বিশ্বসেরা ফুটবলার দিবালাকেও কাজে লাগাতে পারছিল না আর্জেন্টিনা। সব বিষয় মিলে দলের মধ্যে সমস্যা ছিল প্রচুর। আর মেসিরও দলের রক্ষণভাগ নিয়ে সন্তুষ্ট ছিল না কখনই।
ফ্রান্সের বিপক্ষে বলতে গেলে গতির কাছেই হেরেছে তারা। গ্রুপ পর্বেও ভালো করতে পারে নি তারা। অনেক সমীকরণ মিলিয়ে আসলে এসেছে তারা। পুরো ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্সে ফাঁকফোকরগুলো লক্ষ্য করা গেছে প্রচুর। সেগুলো সামাল দিতে পারে নি আলবিসেলেস্তেরা। সেদিক থেকে চিন্তা করে আর্জেন্টিনার হারটা খুব একটা কষ্টদায়ক লাগে নি। যোগ্য দল হিসেবে ভালো খেলে ফ্রান্স জিতেছে।
খারাপ লেগেছে মেসির জন্য। সম্ভবত শেষ বিশ্বকাপ তার। তবে মনে হচ্ছে না আপাতত অবসরে যাবে সে। পরে দুটা কোপা আমেরিকা টুর্নামেন্ট আছে। সেখানে ভালো করতে চাইবে আর্জেন্টিনা। গতি আর দুর্বল রক্ষণভাগের কারণেই হেরে গেছে লাতিন আমেরিকার দলটি।
এদিকে এ বিশ্বকাপে নক্ষত্রগুলোর পতন হচ্ছে ধীরে ধীরে। জার্মানির পর আর্জেন্টিনা-পর্তুগাল আর এখন স্পেন বিদায় নিলো।
খুব ভালো খেলে যে স্পেন রাশিয়ার কাছে হেরেছে এমনটা মনে হয়নি। প্রথম ৯০ মিনিটেই জেতার জন্য স্পেন চেষ্টা করেছে বলে মনে হয়নি। মনে হয়েছে রাশিয়াকে তারা সিরিয়াসভাবে নেয়নি। যার মাশুল দিতে হয়েছে মূলত স্পেনকে। রাশিয়ার গোলরক্ষক আকিনফিভ দুর্দান্ত দুটি সেভ দিয়েছে। সেটাই আসলে ম্যাচ জিতিয়ে দিয়েছে।
টুর্নামেন্টটিতে আয়োজকরা থেকে আরও উদ্দীপনা বাড়লো আমার কাছে মনে হয়। রাশিয়া যতদিন থাকবে ততদিন টুর্নামেন্টটিতে উন্মাদনা থাকবে বেশি মনে হয়। আরেকটা ম্যাসেজ হলো-এ বিশ্বকাপ আসলে যারা ফেভারিট হিসেবে দেখছি তারাই বাদ পড়ছে। সেখান থেকে বোঝা যায় এ আসরে ছোট-বড় বলে কোন কথা নেই। সবাই যোগ্য দল এবং বিশেষ করে নক আউট পর্বে তো নয়ই। এখন লাতিন আমেরিকার আরেকটি দলের খেলা দেখার জন্য মুখিয়ে আছি। ব্রাজিল। দেখি নেইমার-কুতিনহোরা কি করে। আমার বাজি যদিও ব্রাজিলের পক্ষে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক