টাইব্রেকারে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে ক্রোয়েশিয়া
২ জুলাই ২০১৮ ০০:৩০ | আপডেট: ২ জুলাই ২০১৮ ০৮:১৬
সারাবাংলা ডেস্ক।।
একই দিনে পর পর দুইটি ম্যাচ গেল টাইব্রেকারে। আরেকটি নাটকের পর শেষ পর্যন্ত শেষ হাসি ক্রোয়েশিয়ারই। টাইব্রেকারে ৩-২ গোলে ডেনমার্ককে হারিয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ রাশিয়া। তার আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
ঘড়ির কাঁটা তখনও এক মিনিট পেরোয়নি। একটা থ্রো ইন থেকে বল পেয়ে পোস্টে কোনোমতে শট নিলেন জর্গেনসেন। ক্রোয়েশিয়া গোলরক্ষক সুবাসিচের সেটা না ঠেকাতে পারার কথা ছিল না। কিন্তু সেটা তার পা গলে কীভাবে যেন গোল হয়ে যায়। এক মিনিটের আগেই এগিয়ে যায় ডেনমার্ক।
কিন্তু ৪ মিনিটের মধ্যে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ডেনমার্কের রক্ষণ বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন মারিও মানজুকিচের কাছে। কাছ থেকে সমতা ফেরাতে ভুল করেননি। প্রথমার্ধ শেষে ১-১ গোলেই ছিল সমতা।
এর পর অবিশ্য গোল করার পরিষ্কার সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া, কিন্তু রাকিতিচের শট দুবার ঠেকিয়ে দিয়েছেন ডেনিশ গোলরক্ষক কাসপার স্মাইকেল, একবার পেরিসিচের শটও করেছেন বিপদমুক্ত। ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন ডান পায়ে দারুণ একটা চিপ করেছিলেন, কিন্তু সেটি পোস্টে লেগে চলে যায় বাইরে।
দ্বিতীয়ার্ধে অবশ্য ক্রোয়েশিয়ার চেয়ে ডেনমার্কের কাছেই বেশি নিয়ন্ত্রণ ছিল বলের। ৭২ মিনিটে পুরো ম্যাচে দুর্দান্ত খেলা পলসেনের পাস থেকে ইয়োর্গেনসেন পেয়েছিলেন সুযোগ। কিন্তু তাঁর শট সরাসরি চলে যায় গোলরক্ষকের হাতে।
শেষের দিকে ক্রোয়েশিয়া আবার ফিরে আসার চেষ্টা করে খেলায়। রেবিচ দূর থেকে শট নিয়েছিলেন, কিন্তু সেটা ধরে ফেলেন স্মাইকেল। রাকিতিচের শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে।
অতিরিক্ত সময়ের সবচেয়ে নাটকীয় মুহুর্ত এলো ১১৬ মিনিটে। মদ্রিচের পাসটা রেবিচ গোল দেওয়ার আগে তাঁকে বক্সে ফাউল করা হয়। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি, ঠেকিয়ে দিয়েছেন স্মাইকেল। সুবর্ণ সুযোগ হারাল ক্রোয়েশিয়া।
টাইব্রেকার শুরু হলো নাটক দিয়ে। এরিকসেনের শট ঠেকিয়ে দিলেন ক্রোয়েশিয়ার সুবাসিচ, আবার ক্রোয়েশিয়ার বাদেলের শট ঠেকিয়ে দিলেন স্মাইকেল। পরের দুই শটে গোল দিলেন ডেনমার্কের সাইমন শার ও ক্রন দেলি। ক্রোয়েশিতার হয়ে গোল করলেন ক্রামারিচ ও মদ্রিচ।
কিন্তু চার নম্বর পেনাল্টিতে গিয়ে আবার নাটক। এবার ডেনমার্কের শোন গোল করতে পারলেন না,কিন্তু স্মাইকেলও পরেরটি ঠেকিয়ে দিলেন।
পাঁচ নম্বর পেনাল্টিতে গিয়ে এবার সুবাসিচ ঠেকিয়ে দিলেন ইয়োর্গেনসেনকে। শেষ স্পটকিক নিতে এলেন রাকিতিচ, গোল করে আনন্দে ভাসালেন দলকে। ক্রোয়েশিয়া উঠে গেল শেষ আটে।
সারাবাংলা/ এএম