Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনকে বিদায় বললেন ইনিয়েস্তা


২ জুলাই ২০১৮ ১০:৫৯ | আপডেট: ২ জুলাই ২০১৮ ১২:৩২

সারাবাংলা ডেস্ক।।

আভাস দিয়েছিলেন আগেই। ফল যা-ই হোক না কেন, এবারের বিশ্বকাপ হবে স্পেনের জার্সি গায়ে তাঁর শেষ আসর। স্পেন দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পরেই সেই ঘোষণা দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেনের জার্সি গায়ে আর দেখা যাবে না তাঁকে।

কাল রাশিয়ার সঙ্গে ম্যাচে শুরু থেকে নামার সুযোগ পাননি। বদলি হিসেবে নেমে অবশ্য তেমন কিছু করতে পারেননি। টাইব্রেকারে গোল করতে পেরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলের পরাজয় দেখতে হয়েছে। চোখের জলেই শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন ডন।

বিদায় নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে বলেছেন, ‘জাতীয় দলের হয়ে হারটা ক্যারিয়ারের সবচেয়ে কঠিন। তবে সবার স্বপ্ন তো আর পূরণ হয় না, এটা মেনে নিয়েই আমাকে বিদ্যা নিতে হচ্ছে। স্পেনের জন্য আমার অনেক অনেক শুভকামনা।’

জাতীয় দলের হয়ে ইনিয়েস্তা পেয়েছেন সম্ভাব্য সবকিছুই। সবচেয়ে স্মরণীয় মুহূর্তটা এসেছিল ২০১০ সালে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। ফাইনালে নেদারল্যান্ডের সঙ্গে ১১৭ মিনিটে গোল করে স্পেনকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। এর আগে পরে দুবার ইউরো জিতেছেন লা ফুরিয়াদের হয়ে, কিন্তু এবার না পাওয়ার আক্ষেপ নিয়েই ছাড়তে হচ্ছে মাঠ।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর