Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমবাপ্পে, কাভানি যখন নেইমারের প্রেরণা


২ জুলাই ২০১৮ ১২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক।।

এর চেয়ে বড় অনুপ্রেরণা নেইমারের জন্য আর কী হতে পারে? আর্জেন্টিনার ম্যাচে ডি মারিয়া গোল পেয়েছেন, খানিক পরেই কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গো।ল। আর রাতে উরুগুয়ের হয়ে জোড়া গোল করেছেন এডিনসন কাভানি। পিএসজি সতীর্থেরা যখন একের পর এক গোল করছেন, নেইমারের জন্য তা থেকে বড় প্রেরণা আর কি হতে পারে? মেক্সিকোর সঙ্গে ম্যাচের আগে সেটাই নেইমারকে মনে করিয়ে দিলেন থিয়াগো সিলভা। তিতেও বললেন, নেইমার একটু একটু করে স্বরূপে ফিরছেন।

নিজেকে যেন ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নেইমার। কোস্টারিকার সঙ্গে গোল পেয়েছিলেন, সার্বিয়ার সঙ্গে গোল পেতে পেতেও পাওয়া হয়নি। তবে পিএজসি সতীর্থদের ধারা অনুসরণ করলে গোল পাওয়া এখন সময়ের ব্যাপারে। পিএসজিরই থিয়াগো সিলভা ব্যাপারটা খেয়াল করেছেন, ‘আগের দিন খেলাগুল শেষ হওয়ার পর পরেই আমার মাথায় এসেছিল, এবার নেইমারের পালা। আশা করি অন্যদের কাছ থেকে সে প্রেরণা নেবে।’

বিজ্ঞাপন

ব্রাজিল কোচ তিতে প্রথম ম্যাচের আগে বলেছিলেন, নেইমার নিজেকে শতভাগ ফিরে পেতে আরও কিছুটা সময় নেবেন। মেক্সিকোর সঙ্গে ম্যাচের আগে বললেন, নেইমার শতভাগের খুব কাছাকাছাছি আছেন, ‘আমরা এখন জানি ও খুব ভালো অবস্থায় আছে। আর মাত্র কয়েকটা ম্যাচ দরকার শতভাগ হতে, কিন্তু সেই নেইমারকে দেখার খুব কাছাকাছি আছি আমরা।’

সিলভা মনে করিয়ে দিলেন, মেক্সিকোর সঙ্গে ব্রাজিলের কাজটা সহজ হবে না মোটেই। জার্মানিকে হারিয়ে যোগ্য দল হিসেবেই তারা পা রেখেছে শেষ আটে।”

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর