বাংলাদেশ ক্রিকেট দলের চলতি শ্রীলংকা সফরে অভিজ্ঞতা এখন পর্যন্ত ‘অম্ল মধুর’। দুই টেস্টের সিরিজে প্রথমটি ড্র করেছিল বাংলাদেশ তবে দ্বিতীয় ম্যাচ হেরেছে বড় ব্যবধানে। তারপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ জিতে হেরেছে দুটি। র্যাংকিংয়ের হালানাগাদে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানও তেমনই।
আজ বুধবার (৯ জুলাই) র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। র্যাংকিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের উন্নতি কম হয়েছে, অবনতি বেশি। ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।
৩২ ধাপ এগিয়ে ৫৯তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশি ক্রিকেটার। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ৭৩.৩৮ স্ট্রাইক রেটে ১০২ রান করেছেন জাকের। তিন ম্যাচে ১০৩ রান করা তাওহিদ হৃদয়ের ৭ ধাপ উন্নতি হয়ে ৫১তম অবস্থানে উঠে এসেছেন। ওপেনার তানজিদ হাসান তামিম ১৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৬তম অবস্থানে।
অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। ৬ ধাপ পিছিয়ে ৩৪তম অবস্থানে নেমে গেছেন তিনি। ৫ ধাপ অবনমনে ৭২তম অবস্থানে নেমে গেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। রান-খরায় থাকা লিটন দাস ৮ ধাপ অবনমন হয়ে নেমে গেছেন ৮৬তম অবস্থানে।
ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষে যথারীতি ভারতের শুভমান গিল। দুই নম্বরে পাকিস্তানের বাবর আজম। শীর্ষে পাঁচে এরপর যথাক্রমে- ভারতের রোহিত শর্মা, চারে ভারতের বিরাট কোহলি ও পাঁচে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
টেস্ট ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। এক ধাপ নেমে ৩০তম অবস্থানে নেমে যাওয়া মুশফিকই বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে। এক ধাপ নিচে নেমে মুমিনুল হক আছেন ৫৩তম অবস্থানে।
টেস্ট ব্যাটিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দুই নম্বরে অপর ইংলিশ জো রুট। শীর্ষ পাঁচে এরপর যথাক্রমে- নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ভারতের যশস্বী জয়সোয়াল ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা, দুই নম্বরে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।