শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচেও পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ, গুটিয়ে গেছে তার আগেই। আবার স্কোর এক ম্যাচেও আড়াইশ পার করতে পারেনি। সিরিজ হারতে হয়েছে ব্যাটিং ব্যর্থতার কারণেই। শুধু শ্রীলংকা সিরিজ নয়, ব্যাটিংয়ে বাংলাদেশের ভণ্ডুল দশা অনেক দিন ধরেই চলছে।
বার বার ভুল শটে আউট, ব্যাটিংয়ের বেসিক ঠিক রাখতে না পারা, একই ভুল বার বার করা বাংলাদেশি ব্যাটারদের এসব চলছে অনেকদিন থেকেই। কেমন এমনটা হচ্ছে? কেন শিখতে পারছে না ক্রিকেটাররা? জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান মনে করছেন, বাংলাদেশের ব্যাটাররা মানসিকভাবে ফিট নয়।
বুধবার (৯ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেছেন আকরাম খান। তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।’
‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’- যোগ করেছেন আকরাম।
বাংলাদেশি ব্যাটারদের ধারাবাহিকতা নেই, উইকেটে গিয়ে সেট হতে পারেন না সহজে। আবার সেট হলেও উইকেট ছুড়ে দিয়ে এসে ইনিংস বড় করার সুযোগ হাতছাড়া করেন। জুটি হয় না, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং হয় না।
আকরাম খান মনে করছেন, মানসিকভাবে সঠিক জায়গায় নেই বলেই বার বার এমন ভুল করেন ব্যাটাররা। দ্রুত এই সমস্যা সমাধান না করলে পরতে হবে বিরাট সমস্যায়।
সাবেক অধিনায়ক বলেন, ‘এগুলো হলো ভেরি নরমাল বেসিক, ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো, যারা (ভালো) খেলে, তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে, জেতে (কিন্তু এমন সমস্যা তাদের নেই)। এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা–দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে—গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।’