Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোর বিপক্ষে অধিনায়ক সিলভা


২ জুলাই ২০১৮ ১৪:৫৮ | আপডেট: ২ জুলাই ২০১৮ ১৫:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

আগের ঘোষণা অনুযায়ী আবারও অধিনায়ক বদলেছেন ব্রাজিল কোচ তিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোয়াও মিরান্ডাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। সোমবার (২ জুলাই) নকআউট পর্বে মেক্সিকোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এবার থিয়াগো সিলভাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মার্সেলো ছিলেন ব্রাজিল অধিনায়ক। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল সেলেসাওরা। এরপর কোস্টারিকার বিপক্ষে ম্যাচে থিয়াগো সিলভাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল। সেই ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে অধিয়ানকের দায়িত্বে ছিলেন জোয়াও মিরান্ডা। সার্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে ২-০ গোলের জয় তুলে নে লাতিন আমেরিকার দলটি।

এর আগে গত বছরের জুনে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ডিফেন্ডার সিলভার নেতৃত্বে থাকা ব্রাজিল দল। কোচ তিতের দলকে শেষ ২৪টি ম্যাচের মধ্যে একমাত্র সেই ম্যাচেই হারতে হয়েছে।

এবারের আসরে গ্রুপ পর্বে দুই ম্যাচ জয় আর এক ম্যাচ ড্র নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠে এসেছে ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষেও তাই অনেকটা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে নেইমার-কুতিনহো-সিলভারা।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর