আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কেটেছে। সবকিছু ঠিক থাকলে মিরপুরে সিরিজের প্রথম ম্যাচটা শুরু হবে ২০ জুলাই।
জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
সম্প্রতি কয়েক বছর বাংলাদেশ ক্রিকেট দলের মাঠের পারফরম্যান্স সন্তোষজনক নয়। সহজ জয়ের ম্যাচ হেরে যাওয়া, ব্যাটিংয়ের যাচ্ছে-তা অবস্থা। বর্তমান দলে তারকা ক্রিকেটারেরও অভাব। মাঠের ক্রিকেটে টানা এমন হালের কারণে প্রভাব পরছে মাঠের বাহিরেও। দেশের ক্রিকেট নিয়ে আগ্রহ কমছে। যা প্রভাব ফেলছে সম্প্রচার স্বত্ত্বে।
গত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ সম্প্রচার করতে আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। ফলে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভিতে দেখাতে হয়েছে সেই সিরিজ। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান নিয়েও সেই শঙ্কাটা উঁকি দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তা কেটেছে।
সূচি অনুযায়ী তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে ২০ জুলাই। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।