Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আহতদের বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ফ্রি টিকিট দিবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ২৩:৩১ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ২৩:৩৪

চলতি মাসে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে বিনা টিকিটে গ্যালারিতে বসে ম্যাচ দেখার আমন্ত্রণ পাবেন জুলাই-আগস্ট গণঅভ্যাুত্থানে আহত হওয়া ১০০ জন ব্যক্তি।

জুলাইয়ের ১০০ জন আহতকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ফ্রি টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে, আসন্ন সিরিজের টিকিট মূল্য নির্ধারণ করেছে বিসিবি। সিরিজের সর্বনিম্ন টিকিট মূল্য ৩০০ টাকা।

পূর্ব গ্যালারির টিকিট মূল্য ৩০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য ৪০০ টাকা। এছাড়া  ক্লাব হাউসে ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারিতে ১৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডে ২৫০০ টাকা ও ইন্টারন্যাশনাল লাউঞ্জে টিকিট মূল্য ৩৫০০ টাকা ধরা হয়েছে।

বিজ্ঞাপন

এই সিরিজের সকল টিকিট দেওয়া হবে অনলাইনে। www.gobcbticket.com.bd ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে পারবেন দর্শকেরা, একই নামে একটি অ্যাপও আছে।

কোনো ম্যাচের সব টিকিট অনলাইনে বিক্রি না হলে ম্যাচের দিন অবশিষ্ট টিকিট অফলাইনে পাওয়া যাবে স্টেডিয়ামের গেটের সামনে দুটি বুথে। ১৫ জুলাই থেকে অনলাইনে টিকিট কেনা যাবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই। সিরিজের পরের দুই ম্যাচ যথাক্রমে- ২২ ও ২৪ জুলাই।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর