সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশী মেয়েদের অগ্রযাত্রা অব্যাহত। প্রথম ম্যাচে শ্রীলংকার জালে ৯ গোল দেওয়া বাংলাদেশ আজ শক্তিশালী নেপালকে হারিয়েছে। শুরুতেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে নেপাল দুই গোল পরিশোধ করলেও যোগ করা সময়ে গোল আদায় করে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
রূদ্ধশ্বাস ম্যাচে নেপালকে ৩-২ গোলের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যোগ করা সময়ে বাংলাদেশের জয়সূচক গোলটি করেছেন তৃঞ্চা রানী সরকার। বাকি দুটি গোল করেছেন সিনহা জাহান শিখা ও মোসাম্মৎ সাগরিকা।
রোববার (১৪ জুলাই) ঢাকার বসুন্ধরা কিংস অ্যারোনাতে মুখোমুখি হয় বাংলাদেশ-নেপাল। ম্যাচটা শুরু থেকেই বেশ ঘটনাবহুল। ম্যাচের একটা পর্যায়ে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রাই।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের সবার ওপরে। দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পাওয়া বাংলাদেশের পয়েন্ট ৬।
আজ শুরু থেকেই ম্যাচে আক্রমনাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ১৪ নম্বর মিনিটে গিয়ে প্রথম গোল পায় বাংলাদেশ। জটলার মধ্য থেকে বল পেয়ে গোল করেন সিনহা জাহান শিখা। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা গোল করে বাংলাদেশকে ২-০তে এগিয়ে নেন।
তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বাজে ফুটবল খেলেছে। ৫৫তম ওভারে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেছেন বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রাই। বাকি সময়ে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে মাঠে। ৭৫ মিনিটে নেপাল পেনাল্টি পেলে ব্যবধান ২-১ করে। ৮৫তম ওভারে নেপালের পূর্ণিমা রানির ক্রসে আলতো পা লাগিয়ে গোল করেন মিনা। ব্যবধান হয়ে পরে ২-২।
যোগ করা সময়ে তৃষ্ণার গোলে ৩-২ ব্যবধানে জয়ের দেখা পায় বাংলাদেশ। উমেহলা মারমার দারুণ এক ক্রসে নিখুঁত টোকায় বল জড়িয়ে দেন তৃষ্ণা।