Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট কাটিয়ে ফিরছেন তাসকিন


২ জুলাই ২০১৮ ১৭:৪১

স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: পিঠের চোটটা এতোটাই কাবু করে রেখেছিল, বোলিং দূরে থাক, ঠিকমতো চলাফেরা করতেই কষ্ট হচ্ছিল। তবে সেই চোট ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন তাসকিন আহমেদ, মিরপুর একাডেমি মাঠে আবার শুরু করেছেন অনুশীলন। আজ বললেন, এখন পর্যন্ত সুস্থই বোধ করছেন।

 

ঢাকা প্রিমিয়ার লিগের সময় যে যে চোট পেয়েছিলেন, এরপর বিসিএল আর আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ, সবখানেই দর্শক হয়ে থাকতে হয়েছে তাঁকে। এখন আবার বল করা শুরু করেছেন। তবে এখনো ফুল রান আপে বল করার মতো অবস্থায় যাননি। তাসকিন আজ বললেন, ‘ঢাকা লিগের পর প্রায় চার মাস (আসলে তিন মাস) পর বোলিং করলাম। আজকে তিন স্টেপে মানে শর্ট রানআপে বোলিং করলাম। সমস্যা হয়নি, চার ওভার বোলিং করলাম। জিম রিহ্যাব ট্রিটমেন্ট সবই করছি। ইনজেকশন দেয়ার পর একটু চিন্তিত ছিলাম এখন আসলে অনেক কিছু করতে হবে। যেমন ফুল রানআপে বোলিং করতে হবে। কিছু ট্রেনিং করতে হবে তারপর বোঝা যাবে অবস্থানটা কী। এখন পর্যন্ত ভালোই যাচ্ছে। আশা করি ভালই থাকবে। ’

 

মাঝে চোটের এই সময়টায় কীভাবে কাজ করেছেন? তাসকিন বললেন, ‘এই সময়টায় খেলা দেখেছি। সিনিয়র কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি সুযোগ পেলেই। আসলে যে জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে তার মাইন্ড সেপআপ করছি। ফিটনেস আরও ইমপ্রুভ করা, স্কিলটাকে একটু বাড়ানো, ভ্যারিয়েশন আরেকটু বাড়ানো। পারফেকশন আনা। সামনে যেন আরও পরিপূর্ণ বোলার হতে পারি।

 

এই সময়টা চোটের জন্য বাইরে থাকায় যে হতাশ হয়ে পড়েছিলেন, সেটাও স্বীকার করলেন, ‘ইচ্ছা তো  করে বাংলাদেশের হয়ে সব জায়গায় সব ম্যাচ খেলি। ইনজুরড থাকলে তো কিচ্ছু করার থাকে না। ওয়েস্ট ইন্ডিজ যখন বাংলাদেশ দল গেল টেস্ট খেলতে আমি ইনজুরির কারণে যেতে পারলাম না। ওইদিনটায় আমার খুব মন খারাপ হয়েছিল সারাটা দিনই। হয়তো বাসায় অনেকসময় বুঝতেও দেই না। আমার কারণে দেখা যায় ফ্যামিলির সবার মন খারাপ হয়ে যায়। আমি বিশ্বাস করি হার্ডওয়ার্ক একমাত্র সবকিছু পূরণ করতে পারে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর