টেস্ট, ওয়ানডে সিরিজ হারার পর শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে লংকানদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সিরিজে এখন ১-১ ব্যবধানের সমতা। শেষ ম্যাচ জিতবে যে দল সিরিজ তাদের। এমন সমীকরণে সিরিজ জয়ের ছক কষছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করা শামীম হোসেন পাটোয়ারী বলেছেন, সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
আগামী ১৬ জুলাই কলম্বোতে সিরিজ নির্ধারনী ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ-শ্রীলংকা। তার আগে সংবাদ সম্মেলনে শামীম পাটোয়ারী বলেন, ‘সবার আগে ম্যাচ জেতাটা সবচেয়ে আনন্দের। সিরিজ এখন সমতায়, তাই এই জয় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের সামনে সিরিজ জয়ের সুযোগ। যদি আমরা এমন পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমরা সিরিজ জিততে পারব।’
দ্বিতীয় ম্যাচে ১৭৭ রানের স্কোর গড়ে ৮৩ রানে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শুরুতেই দুই ওপনারকে হারিয়ে বেশ চাপেই পরে যায় বাংলাদেশ। পরে লিটন দাস প্রতিরোধ গড়েছিলেন। শেষ দিকে শামীম পাটোয়ারী ব্যাটে ঝড় তোলেন। মাত্র ২৮ বলে করেছেন ৪৮ রান।
পরে ফিল্ডিংয়েও অবদান রাখেন শামীম। শ্রীলংকার ইনিংসের শুরুতেই লংকানদের ফর্মে থাকা ব্যাটার কুশল পেরেরাকে দুর্দান্ত একটা থ্রোতে রান আউট করেছেন।
শামীমের ঝড়ো ব্যাটিংয়ে ইনিংসের শেষ ৬ ওভারে ৭৬ রান তোলে বাংলাদেশ। তবে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের ইনিংস ছিল ধীর গতির।
সে বিষয়ে প্রশ্ন উঠলে শামীম বলেছেন, ‘সবসময় মারমুখী খেলা যায় না। তখন আমাদের দরকার ছিল একটা স্থির পার্টনারশিপ। আমাদের দলে পরে বেশ কিছু পাওয়ার হিটার ছিল, তাই উইকেট ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল। লিটন ও হৃদয়ের সেই জুটি ম্যাচে বড় ভূমিকা রেখেছে।’