Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জয়ের মিশনে কেমন হবে বাংলাদেশের একাদশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৬:৫৮

শ্রীলংকা সফরের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

চলতি শ্রীলংকা সফরে বাংলাদেশ দল টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল শ্রীলংকা, দ্বিতীয়টি বাংলাদেশ। আজ সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ কেমন একাদশ বেছে নিবে?

বাংলাদেশ দলের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, সিরিজ জিততেই আজ মাঠে নামবে তারা। ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যর্থতা ভোগালেও টি-টোয়েন্টিতে খুব একটা খারাপ ব্যাটিং হচ্ছে না বাংলাদেশের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৭৭ রান তুলে ৮৩ রানে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আজ মাঠে নামার আগে নিশ্চয় আত্মবিশ্বাসী থাকবে সফরকারীরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ যেহেতু গত ম্যাচটা জিতেছে বড় ব্যবধানে ফলে আজকের ম্যাচে উইনিং কম্বিনেশন না ভাঙার চিন্তাই হয়ত থাকবে। তবে মেহেদি হাসান মিরাজের একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠছে অনেক আগ থেকেই। মিরাজের বদলে শেখ মাহেদি বা নাসুম হোসেনের মতো ক্রিকেটারকে দলে নেওয়ার পক্ষ মত অনেকের। কারণ মাহেদি বা নাসুম দুজনেই পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন।

তাছাড়া মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না। বোলিংয়েও  আহামরী কিছু করে দেখাতে পারেননি। ফলে মিরাজের জায়গায় অন্য একজনকে আজ দেখা গেলেও যেতে পারে। এছাড়া ব্যাটিং ইউনিটে পরিবর্তনের সম্ভবনা কম। পেস আক্রমণে ফিরতে পারেন তাসকিন আহমেদ। এক ম্যাচ বিশ্রামের পর তাসকিন একাদশে ফিরলে শরিফুল, মোস্তাফিজ নাকি সাইফউদ্দিন বাদ পরেন সেটাই দেখার বিষয়।

 সিরিজ নির্ধারনী ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর