মেক্সিকানদের হারিয়ে শেষ আটে ব্রাজিল
২ জুলাই ২০১৮ ২১:৪৭ | আপডেট: ২ জুলাই ২০১৮ ২২:৩৬
।। স্পোর্টস ডেস্ক ।।
শেষ ষোলোর ম্যাচে মাঠের লড়াইয়ে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর বিশ্ব মঞ্চের পরিচিত মুখ মেক্সিকো। মেক্সিকানদের ২-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে ব্রাজিল। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর গোল করেন ব্রাজিল তারকা নেইমার। এরপর নেইমারের অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় ফিরমিনো।
গ্রুপ ‘ই’র চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠে ব্রাজিল আর গ্রুপ ‘এফ’র রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠে মেক্সিকো। রাশিয়ার সামারায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচটি। ম্যাচের তৃতীয় মিনিটে বামপাশ দিয়ে গুয়ারদাদোর উঁচু করে তোলা বল রুখে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। ফিরতি বলে শট নেন হেরেরা, তবে ব্রাজিল তারকা মিরান্ডার পায়ে বল লাগলে কোনো অঘটন হয়নি ব্রাজিলের জন্য। পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নেইমারের জোরালো শট রুখে দেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ১৫ মিনিটের মাথায় লোজানোর প্রচেষ্টা ব্যর্থ হলে হতাশা বাড়ে মেক্সিকানদের। ১৭ মিনিটে আবারো লোজানোর জোরালো শট, এবার বল ক্লিয়ার করেন উইলিয়ান।
২২ মিনিটের মাথায় ফাঁকায় দাঁড়ানো গালার্দোর জোরালো শট নিলেও ব্রাজিল ডিফেন্সে বাধা পায়। ২৫ মিনিটে নেইমারের দারুণ ড্রিবলিং গোলের সুযোগ করে দিয়েছিল। এবারো প্রস্তুত ছিলেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। দারুণ এক সেভ করেন তিনি। পরের মিনিটে গোলবারের ঠিক সামন থেকে জেসুস শট নেন, বল বাধা পায় মেক্সিকান ডিফেন্সে। ফিরতি বলে কুতিনহো শট নিলেও বল চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। ৩০ মিনিটে কার্লোসের শট ব্রাজিলের পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৩৩ মিনিটে জেসুসের শট রুখে দেন ওচোয়া। পরের মিনিটে কুতিনহোর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মেক্সিকান ডিফেন্ডাররা। ৪১ মিনিটে উইলিয়ানের শট নিজের গ্লাভসবন্দি করেন ওচোয়া। বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি। বলের পজিশনে ৫০ শতাংশ ছিল ব্রাজিলের দখলে আর ৫০ শতাংশ ছিল মেক্সিকোর দখলে।
বিরতির পর কুতিনহোর শট রুখে দেন ওচোয়া। ৫১ মিনিটের মাথায় নেইমারের গোলে লিড নেয় ব্রাজিল। উইলিয়ানের দারুণ অ্যাসিস্ট থেকে গোল করেন নেইমার (১-০)। এটা ব্রাজিলের ২২৭তম বিশ্বকাপ গোল আর ব্রাজিলের জার্সিতে নেইমারের ৫৭তম গোল। ম্যাচের ৬২ মিনিটের মাথায় কার্লোসের দূরপাল্লার জোরালো শট রুখে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। ৬৩ মিনিটে উইলিয়ানের জোরালো শট রুখে দেন ওচোয়া। ৬৬ মিনিটের মাথায় নেইমারের নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৭০ মিনিটে গুয়ারদাদোর শট ক্লিয়ার করেন কাসেমিরো। ৮০ মিনিটে পাওলিনহোর বদলি হিসেবে নামেন ফার্নান্দিনহো। ৮৬ মিনিটে কুতিনহোর বদলি হিসেবে নামেন ফিরমিনো। ৮৮ মিনিটে গোল করেন ফিরমিনো। নেইমারের দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে গোলটি করেন ফিরমিনো। বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল, কমাতে পারেনি মেক্সিকো।
গ্রুপের প্রথম তিন ম্যাচেই ব্রাজিল উন্নতি করেছে ধাপে ধাপে। সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র দিয়ে শুরু, এরপর কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষে জয়। অন্যদিকে জার্মানি এবং দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুরুটা দারুণ করলেও শেষ ম্যাচে সুইডেনের কাছে হেরেছিল মেক্সিকো। বিশ্বকাপে এর আগে চার বার দেখা হয়েছিল ব্রাজিল-মেক্সিকোর। এর মধ্যে তিন বারই জিতেছে ব্রাজিল, একটি ড্র।
ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন, ফাগনার, সিলভা, মিরান্ডা, লুইজ, পাওলিনহো, কুতিনহো, কাসেমিরো, উইলিয়ান, জেসুস, নেইমার।
মেক্সিকোর শুরুর একাদশ: ওচোয়া, গালার্দো, সালসিডো, আয়ালা, আলভারেজ, মারকুয়েজ, হেরেরা, গুয়ারদাদো, ভেলা, লোজানো, হার্নান্দেজ।
সারাবাংলা/এমআরপি