Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচিং স্টাফকে নয়, রাঁধুনিদের ধন্যবাদ জ্ঞাপন!


৩ জুলাই ২০১৮ ০৬:১১

।। স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর কোচ জর্জ সাম্পাওলির বিদায়ই কাম্য আর্জেন্টিনার সমর্থকদের। কিন্তু সাম্পাওলি বলছেন, তিনি সরে দাঁড়াবেন না। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার হতাশা সঙ্গী হলেও ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে ভোলেননি আর্জেন্টিনার হয়ে এই বিশ্বকাপে দুটি গোল করা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

তবে, ম্যানচেস্টার সিটির এই তারকার টুইটারে দেওয়া ধন্যবাদ বার্তার তালিকায় নেই কোচ সাম্পাওলি ও টিম ম্যানেজমেন্ট স্টাফদের কারো নাম।

আগুয়েরো-সাম্পাওলির তিক্ত সম্পর্কের খবর সবারই জানা। সেই তিক্ততাই আবারো সামনে উঠে আসলো। টুইটারে সতীর্থ থেকে শুরু করে দলের শেফদেরও (রাঁধুনি) ধন্যবাদ জানান আগুয়েরো। অথচ তার ধন্যবাদ বার্তার কোথাও সাম্পাওলি কিংবা টিম ম্যানেজমেন্টের কারো নাম নেই।

আইসল্যান্ড আর ফ্রান্সের বিপক্ষে গোল করা আগুয়েরো টুইটারে লেখেন, সময় এসেছে আমার ছেলে, পরিবার এবং বন্ধুরা যারা আমাকে প্রতিদিন সঙ্গ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানানোর। যারা রাশিয়ায় আমাদের পাশে থেকে প্রেরণা দিয়েছেন তাদের ধন্যবাদ। আর্জেন্টিনা এবং আরও অনেক দেশ থেকে যারা আবেগ ও ভালোবাসা নিয়ে সমর্থন জানিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। এবং সবার আগে ধন্যবাদ আমার সতীর্থদের যারা প্রতিটি ম্যাচে সবটুকু উজাড় করে দিয়ে খেলেছেন।

আগুয়েরোর লেখায় আরও ছিল, ধন্যবাদ দলের চিকিৎসক, ফিজিও, বয় এবং শেফদের যারা দারুণ একটা দলের অংশ ছিলেন। সবসময় এবং একসঙ্গে আমরা লড়াই চালিয়ে যাব। আর্জেন্টিনা আমি তোমাকে ভালোবাসি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর