রেকর্ড বুকে ব্রাজিলিয়ানদের যত কীর্তি
৩ জুলাই ২০১৮ ০৭:০৩
।। স্পোর্টস ডেস্ক ।।
বিশ্বকাপের সব আসরেই অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। ২১তম বিশ্বকাপে অংশ নিয়ে ইতোমধ্যেই লাতিন আমেরিকার দেশটি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। সেমি ফাইনালের টিকিট কাটতে হলে বেলজিয়াম বাধা পেরুতে হবে সেলেকাওদের। আগামী ৬ জুলাই কাজানে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে র্যাংকিংয়ের দুই নম্বর দল ব্রাজিল আর তিন নম্বর দল বেলজিয়াম।
চলুন দেখে নেওয়া যাক রেকর্ড বুকে ব্রাজিলের জার্সিতে গড়া যত কীর্তি:
** মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। দলের প্রথম গোলটি করেন নেইমার আর দ্বিতীয় গোলটি করেন ফিরমিনো। নেইমারের গোলের মধ্যদিয়ে ব্রাজিল টপকে যায় জার্মানিকে। এর আগে বিশ্বকাপে জার্মানি করেছিল ২২৬টি গোল। নেইমার আর ফিরমিনোর গোলের মধ্যদিয়ে ব্রাজিলের গোল সংখ্যা এখন সর্বোচ্চ ২২৮টি।
** সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ শিরোপা জেতা ব্রাজিল অবশ্য আরও এক দিয়ে টপকে গেছে জার্মানিকে। বিশ্ব মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বার অংশ নেওয়া জার্মানরা খেলেছে ১০৯ ম্যাচ আর ২১ বার অংশ নেওয়া ব্রাজিল খেলেছে ১০৮ ম্যাচ। জার্মানি জিতেছে ৬৭ ম্যাচ, সেখানে সর্বোচ্চ ৭৩ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। তৃতীয় সর্বোচ্চ ৪৫ ম্যাচ জিতেছে চারবার শিরোপা জেতা আর ১৮ বার অংশ নেওয়া ইতালি (৮৩ ম্যাচ খেলেছে)। আর এই তালিকায় আর্জেন্টিনা রয়েছে চার নম্বরে। দুইবার শিরোপা জেতা আর্জেন্টিনা ১৭ বার বিশ্বকাপে অংশ নিয়ে ৮১ ম্যাচ খেলে জয় পেয়েছে ৪৩ ম্যাচে।
** ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত বিশ্ব মঞ্চে একমাত্র দেশ হিসেবে টানা ১১ ম্যাচ জেতা ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি পেলে সব থেকে কম বয়সে বিশ্ব মঞ্চে গোল করেছিলেন। ১৯৫৮ সালের বিশ্বকাপে পেলে ১৭ বছর ২৩৯ দিন বয়সে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের টিনএজ রেকর্ডটি গড়েছিলেন। এমনকি তিনিই সর্বকনিষ্ঠ খেলোয়াড় যিনি বিশ্ব মঞ্চে হ্যাটট্রিক করেছিলেন ((১৭ বছর ২৪৪ দিন, ব্রাজিল-ফ্রান্স, ১৯৫৮ বিশ্বকাপ)। তিনবার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলারও পেলে (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০)।
** বিশ্বকাপে মোট ছয় গোল করে ব্রাজিলিয়ান লিজেন্ডদের কাতারে চলে এসেছেন নেইমার। টপকে গেছেন রিভেলিনো আর বেবেতোর মতো গ্রেটদের। বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে গোল করার মধ্যদিয়ে নেইমার টপকে যান গারিঞ্চা, জিকো, রোমারিওদের। তারা প্রত্যেকেই বিশ্ব মঞ্চে খেলতে নেমে গোল করেছিলেন ৫টি। মেক্সিকোর বিপক্ষে গোল করার মধ্যদিয়ে নেইমার বিশ্ব মঞ্চে ছয় গোল করা বেবেতো-রিভেলিনোদের টপকে গেলেন। নেইমারের সামনে এখন শুধু রোনালডো (১৫), পেলে (১২), জাইরজিনহো (৯), ভাভা (৯), আদেমির (৮), লিওনিদাস (৮), রিভালদো (৮), কারেকা (৭)।
** বিশ্বকাপে এ নিয়ে পাঁচ আসরে মেক্সিকোর বিপক্ষে খেলেছে ব্রাজিল। তাতে কোনোবারই গোল হজম করতে হয়নি পেলে-জিকো-নেইমারদের। উল্টো মেক্সিকোকে ১৩টি গোল হজম করতে হয়েছে। ১৯৫০ বিশ্বকাপে ৪-০, ১৯৫৪ বিশ্বকাপে ৫-০, ১৯৬২ বিশ্বকাপে ২-০, গত বিশ্বকাপে ০-০ এবং এই বিশ্বকাপে ২-০ গোলে জিতেছে ব্রাজিল।
** বিশ্বকাপের ২১ আসরের সর্বোচ্চ ১৮ আসরেই ব্রাজিল নকআউট পর্বে ওঠে। শুধু ১৯৩০, ১৯৩৪ আর ১৯৬৬ সালের বিশ্বকাপে নকআউট পর্বে খেলতে পারেনি ব্রাজিল।
সারাবাংলা/এমআরপি