Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বিয়াকে ঠেকাতে পারবে ইংল্যান্ড?


৩ জুলাই ২০১৮ ১০:১৮ | আপডেট: ৭ জুলাই ২০১৮ ০৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক।।

গ্রুপ রানার আপ হয়েই একদিক দিয়ে তাহলে কপাল খুলে গেছে ইংল্যান্ডের ? ব্রাজিল, ফ্রান্স, বেলজিয়াম, উরুগুয়ের মতো দল যখন অন্য অর্ধে, ইংল্যান্ডের অর্ধে ফাইনাল খেলেছে এমন কোনো দলই নেই। গ্যারেথ সাউথগেটের দল নিয়ে ইংলিশ মিডিয়ার আশার বেলুনও ফুলে গেছে অনেকখানি। তবে সেই আশার পথে সভবত সবচেয়ে বড় কাঁটাটি অপেক্ষা করছে আজ। কলম্বিয়ার সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা ইংল্যান্ডের জন্য সহজ হবে না মোটেই।

বিশ্বকাপের আগের আসরেও ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়া। ইংল্যান্ড যখন গ্রুপ পর্বই পার হতে পারেনি, কলম্বিয়া চলে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। তবে সেই যাত্রায় সারথীকে আজ মাঠে পাওয়া যাবে কি না, সেটা নিয়েই এখন কলম্বিয়ার উদ্বেগ। হামেস রদ্রিগেজ আগের ম্যাচেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, আজ শুরু থেকে খেলবেন কি না সেটা এখনও নিশ্চিত হয়নি। কোচ হোসে পেকারম্যান কাল অনুশীলনে যে দল খেলিয়েছেন, তাতেও নেই হামেস।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেটের অবশ্য আপাতত দুশ্চিন্তার কিছু নেই। আগের ম্যাচে সব খেলোয়াড়কেই বিশ্রাম দিয়েছিলেন, আজ ড্যালে আলীকে যেমন পাচ্ছেন শুরু থেকে। আজ একাদশে কাকে রাখবেন, সেটা নিয়ে দুশ্চিন্তা অবশ্য রয়েই গেছে।

এমনিতে কলম্বিয়ার সাথে ইংল্যান্ডের সাম্প্রতিক রেকর্ড বেশ ভালোই। যে পাঁচবার কলম্বিয়ার সাথে দেখা হয়েছে, তার একবারও হারেনি ইংল্যান্ড। তবে নতুন কোচ হোসে পেকারম্যানের অধীনে কলম্বিয়ার রেকর্ডও দারুণ, ইউরোপিয়ান দলগুলোর সাথে এখন পর্যন্ত কখনো হারেনি তারা। তবে ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় চিন্তা হবে বিশ্বকাপের নকআউটে তাদের রেকর্ড। সর্বশেষ ৮ নকআউট ম্যাচের মাত্র দুইটিতে জয় আছে ইংলিশদের।

গ্রুপ পর্বে ইংল্যান্ড দ্বিতীয় হলেও প্রথম দুই ম্যাচে তিউনিসিয়া ও পানামাকে হারানোর পর তৃতীয় ম্যাচে নামিয়েছিল খর্বশক্তির দল। অন্যদিকে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তৃতীয় ম্যাচের আগেও গ্রুপ থেকেই বাদ পড়ে যাওয়ার শঙ্কায় ছিল। জাপানের সঙ্গে হার দিয়ে শুরু করার পর জিতেছ পোল্যান্ড ও সেনেগালের সঙ্গে।

সম্ভাব্য একাদশ:

ইংল্যান্ড (৩-৪-৩): পিকফোর্ড; ওয়াকার, স্টোনস, ম্যাগুইয়ার; ট্রিপিয়ের, ডায়ার, লিনগার্ড, রোজ; স্টার্লিং, কেইন, আলি

কলম্বিয়া (৪-২-৩-১): অসপিনা; আরিয়াস, মিনা, সানচেজ, মোহিকা; আগিলার, সানচেজ; কুয়াদ্রাদো, বারিওস, কুয়েন্তেরো; ফালকাও

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর