সেয়ানে সেয়ানে লড়াই সুইস-সুইডিশদের?
৩ জুলাই ২০১৮ ১০:৩৬ | আপডেট: ৩ জুলাই ২০১৮ ১০:৪০
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স, উরুগুয়ে, রাশিয়া ক্রোয়েশিয়া। সোমবার (২ জুন) শেষ ষোলোর ম্যাচ জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল ও বেলজিয়াম। ৩ জুলাই (মঙ্গলবার) শেষ ষোলোর শেষ দিনের লড়াইয়ে মাঠে নামবে ইউরোপের দুই দেশ সুইজারল্যান্ড এবং সুইডেন। সেইন্ট পিটার্সবুর্গে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
বড় আসরে গত কিছুদিন ধরে নিয়মিত মুখ সুইজারল্যান্ড। গত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কাছে অন্তিম সময়ে হেরে বিদায় নিতে হয়েছিল সুইসদের। সেবার নিজেদের সামর্থ্য জানান দিয়েছিল ভালোমতোই, এবারও সেই রক্ষণই তাদের মূল ভরসা। আক্রমণে গ্রানিত শাকার সঙ্গে বড় অস্ত্র সেই পুরনো জের্দান শাকিরি। জাতীয় দলের হয়ে বরাবরই উজ্জ্বল, এই দলের সর্বোচ্চ গোলদাতাও তিনি। আর তা থেকেই সুইসদের স্ট্রাইকার দৈন্য বোঝা যায়। সাফিরোভিচ, এমব্রিলোরা থাকলেও ভালো একজন স্ট্রাইকারের জন্য তাদের হাপিত্যেশ অনেক দিনের।
বিশ্বকাপে ১০ বার অংশ নিয়ে সুইজারল্যান্ড সেরা সাফল্য ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪ সালের কোয়ার্টার ফাইনাল।
অন্যদিকে, বিশ্বকাপে ১১ বার অংশ নেয়া সুইডেন ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, এরপর ১৯৯৪ বিশ্বকাপে সেমিফাইনালে। তবে সুইডেনের সেই শৌর্য এখন অতীত। সুইডেনের মূল ভরসা রক্ষণ। আর আক্রমণে এমিল ফর্সবার্গ তাদের সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার অভ্যাসটা তাদের ভালোই আছে, দ্বিতীয় রাউন্ডে এসে এবার নিজেদের সেরাটাই দিতে চাইবে দলটি।
গ্রুপ পর্বে ‘এফ’ চ্যাম্পিয়ন দল হিসেবেই শেষ ষোলোতে যায়গা করে নিয়েছিল সুইডেন। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নেয়ার পর জার্মানির কাছে ২-১ গোলে হারে সুইডিশরা। তবে শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় দলটি।
অন্যদিকে, ‘ই’ গ্রুপের রানার্সআপ দল হিসেবেই দ্বিতীয় রাউন্ডে উঠে আসে সুইজারল্যান্ড। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়, আর শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-২ গোলের ড্র করে তারা।
ফিফা র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে আছে সুইজারল্যান্ড। অন্যদিকে, র্যাঙ্কিংয়ের ২৪ নম্বরে আছে সুইডেন। তবে র্যাঙ্কিংয়ের দিকে না তাকালে দু’দলকে অনেকটা সমান অবস্থানের রাখতে হচ্ছে।
হেড-টু-হেড সুইডেন-সুইজারল্যান্ড:
এখন পর্যন্ত সব মিলিয়ে ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে দুই দলই ১০ ম্যাচ করে জিতে নিয়েছে, আর বাকি সাতটি ম্যাচ শেষ হয়েছে ড্র দিয়েই।
আর বিশ্বকাপ আসরে দুই দলের দেখা হয়েছে পাঁচবার। যেখানে সুইডেন ৩টি ম্যাচে এবং সুইজারল্যান্ড জিতেছে ২টি তে।
সারাবাংলা/এসএন
দেখুন: রোড টু কোয়ার্টার ফাইনাল