Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারকে নেইমারের মতো খেলতে দিন: তিতে


৩ জুলাই ২০১৮ ১০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক।।

ব্রাজিলের হয়ে অনেক দিনের মধ্যে নিজের সেরা ম্যাচটা খেলেছেন কাল। মেক্সিকোর সঙ্গে নেইমার এক গোল করেছেন, আরেক গোল করিয়েছেন। কিন্তু তারপরও কোচ তিতের কাছে প্রশ্ন উঠেছে, নেইমার কি ফাউলের সময় অতিমাতায় প্রতিক্রিয়া দেখিয়েছেন? যে যাই বলুক, তাতে কান দিচ্ছেন না ব্রাজিল কোচ তিতে। বরং নেইমারের কাছ থেকে এমন কিছুই চান আরও।

কাল ব্রাজিলের হয়ে নেইমার ছিলেন তাঁর মতোই উজ্জ্বল। কিন্তু তারপরও প্রশ্ন উঠেছে, কারিকুরি করতে গিয়ে বল কি বেশি সময় নিজের পায়ে ধরে রাখবেন? তিতে অবশ্য পাত্তা দিচ্ছেন না এসবে, ‘প্রতিপক্ষের বক্সে ড্রিবল করা অপরাধ নাকি? আমি তো চাই ও আরও করুক। ওকে ওর মতো খেলতে দিতে হবে। অন্য কিছু যদি এত বেশি মাথা ঘামাতে থাকি, তাহলে সেটা তো ফুটবল থাকে না। ফোকাসও হারিয়ে ফেলব তখন। নেইমার এমন একজন, যে খেলতে ভালোবাসে।’

বিজ্ঞাপন

মেক্সিকোর মিগুয়েল লায়ুন ফাউল করার পর নেইমার সেটার জন্য অতি প্রতিক্রিয়া দেখিয়েছেন কি না এমন প্রশ্ন উঠেছিল তিতের কাছে। ব্রাজিল কোচ বলেছেন, ‘নেইমার ফুটবল খেলে। অন্যদের নিয়ে ও মাথা ঘামায় না, ওরাই বরং তাকে নিয়ে ঘামায়।’ রিপ্লেতেও দেখা গেছে, মায়ুনের বুট অবশ্য নেইমারের পায়ে লেগেছিল। তিতে খুব কাছ থেকেই তা দেখেছিলেন।

ব্রাজিলের রক্ষণ যেভাবে খেলেছে,  তাদের ফেবারিট তকমা আরও জোরদার হচ্ছে। থিয়াগো সিলভা ও মিরান্ডার একসঙ্গে ভালো খেলার রহস্য জানালেন তিতে, ‘আমরা মানুষ নয়, জায়গা ধরে খেলি। প্রতি ম্যাচেই আমরা এই কাজ করে আসছি। আর মানুষ যত কথাই বলুক, এটা ঠিক এখন পর্যন্ত আমরা শুধু এক গোল খেয়েছি।’

৬ জুলাই রাত ১২টায় কাজানে মুখোমুখি হবে ব্রাজিল-বেলজিয়াম।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর