চোখের জলেই জাপানিরা পরিষ্কার করলেন গ্যালারি
৩ জুলাই ২০১৮ ১১:১২ | আপডেট: ৩ জুলাই ২০১৮ ১৩:১০
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে শুরুতে আশা জাগিয়েছিল এশিয়ার দেশ জাপান। তবে, শক্তিশালী বেজলিয়ামের বিপক্ষে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। ম্যাচ হেরে মন ভেঙেছে সমর্থকদের। তবে ম্যাচ হারলেও অনন্য এক নজির গড়লো গ্যালারিতে থাকা জাপান সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দিয়ে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন তারা।
সোমবার (২ জুলাই) রুস্তভ-ন-দন্যুতে অনুষ্ঠিত হওয়া ম্যাচ শেষে অনেক দর্শক গ্যালারি ছাড়লেও থেকে যান কিছু জাপান সমর্থক। এরপর তারা গ্যালারির যেসব অংশে বসেছিলেন সেসব অংশ পরিষ্কার করেন। এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পরে টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সারাবাংলা/এসএন
পড়ুন: শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ আটে বেলজিয়াম