Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয় পেয়েছিলেন হ্যাজার্ড


৩ জুলাই ২০১৮ ১২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক।।

এডেন হ্যাজার্ড ভয় পেয়েছিলেন। মনে পড়ছিল দুই বছর আগের স্মৃতি। ইউরোতে ওয়েলসের সঙ্গে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বেলজিয়াম, কিন্তু এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। এডেন হ্যাজার্ডের এক মুহূর্তের জন্য মনে পরছিল ওই স্মৃতি। কিন্তু কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জাপানের সঙ্গে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম, ৩-২ গোলে জিতেছে ম্যাচটা। হ্যাজার্ড বলছেন, এমন জয়টা তাদের দরকার ছিল।

জাপানের সঙ্গে কাল দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে বেলজিয়াম। কিছু বুঝে ওঠার আগেই খেয়ে যায় আরেকটি গোল। হ্যাজার্ড স্বীকার করলেন, খানিকটা ভয় পেয়েছিলেন, ‘সত্যি বলতে কী, আমার দুই বছর আগের ইউরোর কথা মনে পড়ে যাচ্ছিল। তবে আমি জানতাম, এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। গোল করার মতো খেলোয়াড় আছে। শেষ পর্যন্ত আমরা সেটা করে দেখিয়েছি।’

বিজ্ঞাপন

হ্যাজার্ড বললেন, গোল খাওয়াটা তাদের পাপ্য ছিল না, ‘আমরা অনায়াসেই গোল দুইটি এড়িয়ে যেতে পারতাম। প্রথমার্ধের ২০-২৫ মিনিট পর্যন্ত আমরা ভালো খেলছিলাম, কিন্তু গোল করতে পারিনি। আমরা রক্ষণে কিছু ভুল করেছি, তবে শেষ পর্যন্ত আমরা একটা দল হিসেবেই খেলেছি। আমাদের এরকম জয় সামনে আরও দরকার। আমরা বাদ পড়ে যেতে পারতাম, কিন্তু এখন কোয়ার্টার ফাইনালে উঠে গেছি। আমরা খুবই খুশি।’

শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। হ্যাজার্ড এখনই ওই ম্যাচের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন, ‘ব্রাজিলের সঙ্গে খেলা হবে দুর্দান্ত একটা অভিজ্ঞতা। আশা করি আমরা বিশ্রাম নিয়ে ঠিকমতোই ফিরতে পারব।’

সারাবংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর