পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা।
দুই পরির্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তরুণ হার্ড হিটার ওপেনার তানজিদ হাসান তামিমকে রাখা হয়নি একাদশে। তার জায়গায় ডাকা হয়েছে অপর ওপেনার নাঈম শেখকে। পেস আক্রমণে তাসকিন আহমেদের বদলে একাদশে ডাকা হয়েছে অপর স্পিনার শরিফুল ইসলামকে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। অর্থাৎ আজ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের। অপর দিকে সিরিজে টিকে থাকলে হলে পাকিস্তানের আজ ম্যাচে জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: ফখর জামান, সিয়াম আইয়ূব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালামান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিভাল।