শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিংয়ে পরেও দাপট দেখাতে পারেনি স্বাগতিকরা। তবে মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে জাকের আলী অনিক দারুণ কার্যকারী একটা ইনিংস খেললেন। যাতে পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ১৩৩ রান তুলেছে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ। আধুনিক টি-টোয়েন্টি এই স্কোর অবশ্য বড় নয়। তবে মিরপুরের পিচে চ্যালেঞ্জিংই বটে।
মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমকে বসিয়ে নাঈম শেখকে রেখে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এই পরিবর্তন কাজে লাগেনি। সুযোগ পাওয়া নাঈম শেখ স্কুপ খেলতে গিয়ে আউট হয়েছেন ৭ বলে ৩ রান করে।
তিনে নামা লিটন দাস ৯ বলে ৮ রান করে ফিরেছেন। তাওহিদ হৃদয় রান আউট হওয়ার আগে নিজের রানের খাতাই খুলতে পারেননি। ফর্মে থাকা পারভেজ হোসেন ইমনও আজ ব্যর্থ। ইমন যখন ফিরলেন পাওয়ার প্লের শেষ বলে বাংলাদেশের স্কোর তখন ২৮/৪।
এরপর কার্যকারী একটা জুটি হয়েছে শেখ মাহেদি ও জাকের আলীর মধ্যে। পঞ্চম উইকেট জুটিতে ৪৯ বলে ৫৩ রান তোলেন দুজন। শেখ মাহেদি ২৫ বলে ২টি করে চার-ছয়ে ৩৩ রানের কার্যকারী একটা ইনিংস খেলে ফিরেছেন। এরপর জাকেরকে তেমন সঙ্গ দিতে পারেননি কেউ। তবে জাকের ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে বাংলাদেশকে টেনেছেন অনেকটা একাই।
২০ ওভারের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ১৩৩ রান তোলে বাংলাদেশ। জাকের ৪৮ বলে ৫৫ রান করেছেন। এই রান করতে জাকের চার মেরেছেন ১টি, আর ছক্কা ৫টি। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আহমেদ দানিয়েল ও সালমান মির্জা।