Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ রানে পাকিস্তানের ৬ উইকেট তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ২১:০৫ | আপডেট: ২২ জুলাই ২০২৫ ২১:৩০

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আগে ব্যাটিং করে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ। এই রানের জবাব দিতে নেমে পাকিস্তানের দিশেহারা অবস্থা। বাংলাদেশি বোলারদের বিপক্ষে মাত্র ৩০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।

আধুনিক টি-টোয়েন্টিতে ১৩৩ রান বড় স্কোর নয়। তবে মিরপুরের পিচে এই রানও চ্যালেঞ্জিং। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে সেটা বুঝা যাচ্ছে বারবার। প্রথম ওভারেই উইকেট হারানো পাকিস্তান উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩৩ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট পেয়েছে বাংলাদেশ। ফখর জামানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে প্রথম ওভারে রান আউট হয়েছেন সিয়াম আইয়ূব।

বিজ্ঞাপন

পরের ওভারে দারুণ এক ইনসুইং বলে মোহাম্মদ হারিসকে ফেরান শরিফুল ইসলাম। শরিফুল তার পরের ওভারে ফখর জামানকে (৮) উইকেটের পেছনে ক্যাচ বানান। ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজকে উইকেটের পেছনে ক্যাচ বানান তানজিম হাসান সাকিব। পাকিস্তানের স্কোর তখন ১৫ রানে ৫ উইকেট!

অধিনায়ক সালমান আলি আগা রানের চিন্তা বাদ দিয়ে ক্রিজে পরে থাকতে চেয়েছেন। তবে সেই প্রতিরোধও লম্বা হয়নি। ২৩ বলে ৯ রান করা সালমান মাহেদি হাসানকে হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন। ৩০ রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর