পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আজ পাঁচ পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা আগেই জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচই জিতেছে বাংলাদেশ। ফলে আজ সিরিজের তৃতীয় ম্যাচটা বাংলাদেশের জন্য অনেকটা আনুষ্ঠানিকতার। পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দেওয়ার সুযোগও বটে।
এই সুযোগে স্কোয়াডের বাকি ক্রিকেটারদের বাজিয়ে দেখতে চেয়েছে বাংলাদেশ। পাঁচজন ক্রিকেটারকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে নতুন পাঁচজনকে।
যে পাঁচ ক্রিকেটারকে বসানো হয়েছে তারা হলেন- পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় একাদশে ফিরেছেন- তানজিদ হাসান তামিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সিয়াম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালামান আলী আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়েল ও সালমান মির্জা।