Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকিট বিক্রির অর্থ মাইলস্টোন ট্রাজেডি ও জুলাই শহীদদের জন্য ব্যয় করবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:৪১

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টি খেলতে নেমেছে বাংলাদেশ। এদিকে, এই ম্যাচে বিক্রি টিকিটের অর্থ দুটি মানবিক কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। তাতে নিহত-আহত হয়েছেন অনেক।  মাইলস্টোন ট্রাজেডিতে নিহত-আহত হওয়া পরিবারগুলোকে সহায়তা দেওয়ার পাশাপাশি গত জুলাই-আগস্ট গণঅভ্যাুত্থানে শহীদদের জন্য গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ দেওয়া হবে আজকে ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

বিবৃতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট শুধুই একটি খেলা নয়—এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোকের এই সময়ে আমাদের একসঙ্গে থাকতে হবে। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের আর্তনাদে আমাদের হৃদয় বিদীর্ণ। বিসিবি এ ক্ষত সামাল দিতে সামান্য ভূমিকা রাখতে পেরে কৃতজ্ঞ। আমাদের প্রার্থনা ও সহানুভূতি সব সময় তাঁদের সঙ্গে থাকবে।’

আজকের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত হওয়া দর্শক-সমর্থকদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। কারণ তাদের কেনা টিকিটের জন্যই মানবিক এই দায়িত্ব পালন করতে পারল বিসিবি।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর