Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ পরিবর্তনের ম্যাচে বাংলাদেশের বড় হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২১:৪২ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২১:৫২

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হয়ে ছিল বলে তৃতীয় ম্যাচ একাদশে পাঁচ পরিবর্তন আনে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বেঞ্চে বসা ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছিল স্বাগতিকরা। পাঁচ পরিবর্তনের এই ম্যাচে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে ৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে ১৭৮ রান তোলে পাকিস্তান। পরে জবাব দিতে নেমে ৬৫ রানে অষ্টম উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১০৪ রানে।

বাংলাদেশের এই হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে শেষ হলো। কদিন আগে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। অর্থাৎ এই সংস্করণে টানা দুই সিরিজ জিতল লিটন দাসের বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের ১৭৮ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই ধুঁকেছে বাংলাদেশ। এক ম্যাচ পর একাদশে ফেরা ওপেনার তানজিদ হাসান তামিম রান পাননি। ২ বলে আউট হয়েছেন শূন্য রানে। ওপেনিংয়ে সুযোগ পাওয়া নাঈম শেখ আউট হওয়ার আগে ১৭ বল খেলে করেছেন ১০ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে নাঈম দ্বিতীয় ব্যাটার যিনি দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। অপরজন মোহাম্মদ সাইফউদ্দিন। আটে ব্যাট করতে নেমে দুই চার, দুই ছয়ে ৩৪ বলে ৩৫ রান করে শেষ দিকে দর্শকদের বিনোদোন দিতে পেরেছেন।

১৬.৪ ওভারে ১০৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার সালমান মির্জা। দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ।

এরআগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিরিজের আগের দুই লো স্কোরিং ম্যাচে আগে ব্যাটিং করে বিপদে পরেছিল দলগুলো। তবে আজ ম্যাচের দৃশ্যাপট ভিন্ন ছিল।

মিরপুরের আজকের পিচ ততোটা মন্থর নয়। ব্যাটে বল এসেছে ভালোভাবে। যেটা দারুণভাবে কাজে লাগিয়েছে পাকিস্তানি ব্যাটাররা। ফখর জামানের জায়গায় সাহিবজাদা ফারহানকে নিয়ে আজ একাদশ সাজিয়েছে পাকিস্তান। ফারহান সুযোগটা কাজে লাগিয়েছেন দারুণভাবে। শুরুর ওভারগুলোতে বাংলাদেশি বোলারদের বিপক্ষে দাপুটে রান তুলেছেন তরুণ ওপেনার।

পাওয়ার প্লের ছয় ওভারে পাঁচ বোলারকে ব্যবহার করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বারবার বোলিং পরিবর্তন করে প্রতিপক্ষকে দ্বীধায় ফেলতে চেয়েছেন। তবে ফারহানকে আটকানো যায়নি। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৭ রান তুলেছে পাকিস্তান।

দলীয় ৮২ রানের মাথায় সিয়াম আইয়ূব ১৫ বলে ২১ রান করে ফিরলে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে। নাসুম আহমেদ জুটি ভেঙেছেন। দুর্দান্ত খেলতে থাকা ফারহানকেও ফিরিয়েছেন নাসুম। ফেরার আগে ৪১ বলে ৬টি চার ৫টি ছয়ে ৬৩ রান করেছেন ফারহান।

দুই ওপেনার ফেরার পর তিনে নেমে মোহাম্মদ হারিস আজও ব্যর্থ। তাসকিন আহমেদের বলে ফিরেছেন ১৪ বলে ৫ রান করে। মাঝের ওভারগুলোতে হাসান নাওয়াজ রানের চাকা সচল রেখেছিলেন। হাসান ১৭ বলে ৩৩ রান করে ফিরলে শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ কার্যকারী একটা ইনিংস খেলে পাকিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানে থেমেছে পাকিস্তান। ১৬ বলে ২৭ রান করেন মোহাম্মদ নাওয়াজ। বাংলাদেশের পক্ষে ৩৮ রানে তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ২২ রানে দুই উইকেট নিয়েছেন নাসুম আহমদে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর