Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ আয়োজনে আশাবাদী এসিসি, জল্পনা কাটিয়ে এজিএমে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:০৮ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১০:২৯

শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ২৫ সদস্যের সবার উপস্থিতিতেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সংস্থাটির বার্ষিক সাধারণ সভা। নানান জল্পনা শোনা গেলেও ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন এজিএমে। বৈঠক শেষে আসন্ন এশিয়া কাপ আয়োজনে আশাবাদ ব্যক্ত করেছেন এসিসি সভাপতি মহসিন নাকভি।

মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) চেয়ারম্যান। তিনিই এবারের এজিএম’টি ঢাকায় আয়োজনের প্রস্তাব দেন। পরে ভারতের পক্ষ জানানো হয় বাংলাদেশে এজিএম হলে তারা যোগ দেবেন না। ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আফগানিস্তান, শ্রীলংকান ক্রিকেট বোর্ডেরও এজিএমে যোগ না দেওয়ার আভাস পাওয়া যায়। শেষ পর্যন্ত ভারতসহ সব দেশই যোগ দিয়েছে বার্ষিক সাধারণ সভায়। ভারতসহ কয়েকটি দেশের বোর্ড অনলাইনে যোগ দিয়েছিল বৈঠকে।

বিজ্ঞাপন

আগামী এশিয়া কাপের আয়োজক ভারত। ফলে ভারতের এজিএমে উপস্থিত থাকা খুবই দরকার ছিল। বৈঠক শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি বলেছেন, ভারতের সঙ্গে আলোচনা করে দ্রুতই এশিয়া কাপের চূড়ান্ত সূচি জানিয়ে দেওয়া হবে।

মহসিন নাকভি বলেন, ‘এটা (এশিয়া কাপের সূচি) ঘোষণা করা হবে দ্রুতই। আমরা বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ করছি। আশা করি দ্রুতই সমাধান করতে পারবো।’

দারুণভাবে এসিসি’র বার্ষিক সাধারণ সভা আয়োজনে বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন এসিসি সভাপতি। তিনি বলেন, ‘আমি সবার কাছে কৃতজ্ঞ, যারা এখানে এসেছেন এবং অনলাইনে যোগ দিয়েছেন। আমি আমিনুল ভাইকে (বিসিবি সভাপতি) ধন্যবাদ জানাতে চাই তাঁর ও বিসিবির আতিথেয়তার জন্য, অসাধারণ দুটি দিন কেটেছে। আমি এসিসির তরফ থেকে তাঁদের জানাতে চাই, তাঁরা যেভাবে সবকিছু আয়োজন করেছে, অসাধারণ।’

‘কিছু দেশ ঢাকায় আসতে পারেনি। এটা সবসময়ই হয়। আমি সিঙ্গাপুর যেতে পারিনি (আইসিসির সভায়)। এটা স্বাভাবিক বিষয়, বেশির ভাগ সদস্যই এসেছে। কিছু মানুষ আসতে পারেনি তাঁদের ব্যস্ত সূচির জন্য। এসিসি ও বিসিবির জন্য ভালো বিষয় হচ্ছে সবাই অংশ নিয়েছে।’- যোগ করেছেন মহসিন নাকভি।

সারাবাংলা/এসএইচএস

এসিসি পিসিবি বিসিবি বিসিসিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর