Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ২০:৪২

আসন্ন এশিয়া কাপ নিয়ে যে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল তা অনেকটাই কেটে গেছে বলে খবর। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিস) বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনটির সভাপতি মহসিন নাকভি বলেছেন, শিগগিরই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হবে। এবারের এশিয়া কাপের আয়োজন ভারত। ভারতের সঙ্গে আলোচনা করে সূচি ঘোষণা করার কথা জানিয়েছেন নাকভি।

এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর, এশিয়া কাপে একই গ্রুপে থাকছে ভারত-পাকিস্তান। অর্থাৎ তেমনটি হলে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় ভারতের যোগ না দেওয়ার খবর শোনা যাচ্ছিল। এই বৈঠকে এশিয়া কাপ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আগে থেকেই। কিন্তু আয়োজক ভারত যদি বৈঠকেই অংশ না নেয় তাহলে এশিয়া কাপের ভাগ্যে শেষ পর্যন্ত কী লেখা আছে সেটাই ছিল আলোচনা। ভারত অনলাইনে বৈঠকে যুক্ত হয়ে সেই আলোচনা আপাতত থামিয়েছে।

বিজ্ঞাপন

পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য মিলিয়ে এসিসি’র ২৫ সদস্যই উপস্থিত ছিল ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায়। তাতে এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়েছে। এসিসি’তে কোনো রাজনৈতিক প্রভাব না রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে, সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, আগামী সেপ্টেম্বরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজন করতে চায় আয়োজক দেশ ভারত। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ৫ সেপ্টেম্বর, ফাইনাল ২১ সেপ্টেম্বর। আরও বলা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ ৭ সেপ্টেম্বর।

রাজনৈতিক বৈরিতার কারণে কিছুদিন আগে লেজেন্ডস লিগে ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল হয়েছে। এখন ভারত-পাকিস্তান জাতীয় দল কি মাঠের ক্রিকেটে মুখোমুখি হবে? সেই প্রশ্ন অবশ্য জোড়ালোভাবেই দেখা দিচ্ছে।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর