Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারেও জার্মানির দায়িত্বে জোয়াকিম লো


৩ জুলাই ২০১৮ ১৬:১৪

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায়ে সমালোচনার ঝড় মাঠ থেকে আছড়ে পড়েছে জার্মান ফুটবল ফেডারেশনেও। তবে, সমালোচনায় তোয়াক্কা করে না দেশটির ফুটবল অভিভাবকরা। জোয়াকিম লো কাঁধেই আস্থা রেখেছে তারা।

এর পরের বিশ্বকাপ কাতারে জার্মানির দায়িত্বে থাকছেন জোয়াকিম লো। চার বছরের নতুন চুক্তির অফার দেয়া হয়েছে ফেডারেশন থেকে। গত বিশ্বকাপের পর কয়েক সপ্তাহ সময় নিলেও এবার দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জার্মানিকে বিশ্বকাপ জেতানো কোচের কাঁধে থাকছে ২০২২ বিশ্বকাপে দল সংশোধনের দায়িত্ব।

র‌্যাঙ্কিংয়ে এক থেকেই বিশ্বকাপে পা রেখেছিল জার্মানি। তবে, প্রস্তুতি ম্যাচে অস্ট্রিয়া আর সৌদি আরবের সঙ্গে খারাপ পারফরমেন্সের পর সমালোচনা হয়েছে। বিশ্বকাপেও মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হেরে নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায়।

ফুটবলারদের ব্যর্থতার পাশাপাশি তাই কোচের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের পাল্টা জবাব দিয়ে দিলো জার্মান ফুটবল ফেডারেশন। লো কাঁধেই দায়িত্ব দিলেন আগামি বিশ্বকাপের। টানা তিন আসর পরাশক্তিদের দায়িত্বে তিনি। কি সংশোধন করবেন আর কি করবেন না সেটা ভালো করে জানা আছে লো’র।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর