Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ১৫:১৮

জাতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গতকাল রাতে মিরপুর ১ নম্বরে এই ঘটনা ঘটে। পরে রাতেই মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মিরপুর মডেল থানার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

জানা যায়, অভিযোগকারী সিফাতুল রহমান সৌরভের সঙ্গে তাসকিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সৌরভ অভিযোগ করেন, তাকে ফোনে ডেকে নিয়ে কিল-ঘুষি দিয়ে জখম করা হয় এবং হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযোগ সম্পর্কে তাসকিনের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তার বাবা আন্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মিরপুরে সর্বশেষ ম্যাচ খেলেছেন তাসকিন। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ওই ম্যাচে দারুণ পারফর্মও করেছিলেন তারকা পেসার।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর