Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে চীন, উত্তর কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৮:২০ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৮:৩৮

ইতিহাস গড়ে প্রথমাবরের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ এশিয়া কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে বেশ শক্ত গ্রুপেই পরেছে বাংলাদেশ নারী দল।

টুর্নামেন্টের সবচেয়ে সফল চীন ও উত্তর কোরিয়ার গ্রুপে পরেছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে বাকি তিন দল হচ্ছে- চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

চীন টুর্নামেন্টের সবচেয়ে বেশি ১৪ বার শিরোপা জিতেছে। উত্তর কোরিয়াও এই টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন। উজবেকিস্তানও বেশ শক্ত প্রতিপক্ষ। অর্থাৎ বেশ কঠিন গ্রুপেই পরেছে বাংলাদেশ।

তিন গ্রুপে মোট ১২টি দল অংশ নিবে এবারের এশিয়া কাপে। বাকি দুই গ্রুপের মধ্যে ‘এ’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন এবং ‘সি’ গ্রুপে আছে জাপান, ভিয়েতনাম, ভারত ও চায়নিজ তাইপে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপের ড্র। ড্র অনুষ্ঠানে সব দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি। তবে বাংলাদেশের কেউই যায়নি ড্র অনুষ্ঠানে।

২০২৬ সালের ১ মার্চ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের এশয়াক কাপ। ১২ দলের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দল সুযোগ পাবে ব্রাজিলের অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের বিশ্বকাপে।

৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে। ৯ মার্চ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপের বাছাই পর্বে ইতিহাস গড়েছিল বাংলাদেশি নারীরা। অতীতে এশিয়া কাপে একটাও জয় না পাওয়া বাংলাদেশ এবার তিন ম্যাচের তিনটিতেই জিতে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেন।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর