ক্রিকেটে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তামিম ইকবাল। একদিন আগে বলেছিলেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ক্রিকেটে ফেরার চিন্তা আছে তার। এদিকে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরা নিয়ে সাবধান করলেন ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছার কথা জানান তামিম। তবে মার্চে গুরুত্বর অসুস্থ হয়ে পরেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পরেন তামিম। পরে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার। জীবন-মরণের সন্ধিক্ষণে গিয়ে পৌঁছান তামিম। সেই অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরলেও তিনি কখনো ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিলই।
বেশ কয়েক মাস পর তামিম ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। এদিকে, ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম সাবধান করলেন। ডালিম বলেছেন, শখের বসে ক্রিকেট খেলতে পারে তামিম কিন্তু প্রতিযোগিতামূলক বা সেমিফাইনাল, ফাইনাল ম্যাচের মতো উত্তেজনাকর পরিস্থিতিতে ক্রিকেট খেলতে নামার আগে আবারও ভাবা উচিত তামিমের।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ডালিম বলেন, ‘ক্রিকেটে ফেরার বিষয়ে তামিম ইকবালকে নিয়ে বলব- মজার উদ্দেশ্যে কিংবা বিনোদনের জন্য তিনি খেলতে পারেন। তবে বিপিএল বা সেমিফাইনাল-ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকাই ভালো। অবশ্য সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। আমি বলব– অনুশীলন করুক, খেলুক। তবে সেটা হালকা বিনোদনের অংশ হিসেবে।’
গত মার্চে তামিম যখন বিকেএপির মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পরেন তখন দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পথে সিপিআর দেওয়া আবশ্যক হয়ে পড়েছিল। সেই সময় সিপিআর দিয়েছিলেন ট্রেইনার ইয়াকুব চৌধুরী ডালিম।