সারাবাংলা ডেস্ক।।
অবিশ্বাস্য! বিশ্বকাপে নিজেদের ইতিহাসে কখনো যা করতে পারেনি, সেটাই করল ইংল্যান্ড। টাইব্রেকারে ৪-৩ গোলে কলম্বিয়াকে হারিয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে, শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইডেন।
হ্যারি কেনের পেনাল্টিতে থেকে শুরুতে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ডই। নির্ধারিত সময়ের খেলা প্রায় শেষ, ইংল্যান্ড পাচ্ছে জয়ের সুবাস। তখনই কর্নার থেকে হেড করে গোল করলেন কলম্বিয়ার ইয়েরি মিনা, সমতা ফেরালেন ম্যাচে। খেলা গড়াল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে গোল করতে পারল না কোনো দল। কাছাকাছি গিয়েছিল কলম্বিয়া, কিন্তু রাদামেল ফ্যালকাওয়ের হেড একটুর জন্য চলে যায় পোস্ট ঘেঁষে। ১১২ মিনিটে ড্যানি রোজের শট একটুর জন্য চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ১২০ মিনিট শেষেও তাই ১-১ এ সমতা, কলম্বিয়া-ইংল্যান্ড ম্যাচ গড়াল টাইব্রেকারে।
প্রথমটাতে গোল করলেন ফ্যালকাও, পরেরটাতে কেন আবারও দারুণ স্পটকিকে গোল করলেন। কুয়াদ্রাদোও পরের শটে গোল করলেন, মিস করলেন না রাশফোর্ডও। ২-২ তে সমতা। মুরিয়েল গোল করে এগিয়ে দিলেন কলম্বিয়াকে, ৩-২। প্রথম স্পটকিক মিস করলেন হেন্ডারসন, দুর্দান্ত ভাবে ঠেকিয়ে দিলেন ওসপিনা। ওরিবের পরের শট ফিরে পোস্টে লেগে, সেই ২-২তে সমতা। পরেরটিতে গোল করে ট্রিপিয়ের এগিয়ে দিলেন ইংল্যান্ডকে। কার্লোস বাক্কার স্পটকিক ঠেকিয়ে দিলেন পিকফোর্ড। শেষ স্পটকিক থেকে গোল করলেন এরিক ডায়ার, ৪-৩ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।
৫৪ মিনিটে ম্যাচের সুবর্ণ সুযোগটা যায় ইংল্যান্ড। কর্নারের সময় বক্সের ভেতর কার্লোস সানচেজ ফেলে দেন হ্যারি কেনকে। সেখান থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন কেন। টুর্নামেন্টের ষষ্ঠ গোল পেয়ে যান কেন। কলম্বিয়ার সাথে এগিয়ে গেল ১-০ গোলে।
১৫ মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগ পেয়ে যায় ইংল্যান্ড। ডান দিক থেকে কাইরেন ট্রিপিয়ারের ক্রস খুঁজে নিয়েছিল হ্যারি কেনকে। কিন্তু ইংলিশ অধিনায়কের হেড পোস্টে রাখতে পারেননি একদম কাছ থেকে, অল্পের জন্য চলে গেছে বারের ওপর দিয়ে।
৪২ মিনিটে এলো প্রথমার্ধের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। একটা ফ্রিকিকে ধাক্কাধাক্কির সময় জর্ডান হেন্ডারসনের কাঁধে মাথা দিয়ে হালকা ঢুঁশ মেরে বসেন উইলিয়াম বারিওস। তবে রেফারি হলুদ কার্ড দেখিয়েই সতর্ক করে দেন। ট্রিপিয়ারের নেওয়া ফ্রিকিক একটুর জন্য চলে যায় পোস্টের পাশ ঘেঁষে। যোগ করা সময়ে কিন্তেরোর নেওয়া শট সরাসরি চলে যায় পিকফোর্ডের কাছে।
কেনের গোলের পর ৬২ মিনিটে ইংল্যান্ড পেয়ে যায় আরেকটি ভালো সুযোগ। কিন্তু ডেলে আলীর হেড একটুর জন্য চলে যায় পোস্টের ওপর দিয়ে।
৮১ মিনিটে কলম্বিয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। ওয়াকারের ভুলে প্রতি আক্রমণ থেকে ডি বক্সের ভেতর বল পেয়ে যান কুয়াদ্রাদো। কিন্তু তাঁর ডান পায়ের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে।
ম্যাচ শুরুর আগে বড় একটা ধাক্কা খেয়েছে কলম্বিয়া। গত বিশ্বকাপের দলের সেরা পারফর্মার হামেস রদ্রিগেজ নেই একাদশে। চোটের জন্য তিনি নেই ম্যাচের স্কোয়াডেই, বদলি হিসেবেও নামার কোনো সুযোগ নেই তাঁর। ইংল্যান্ড নেমেছে তিউনিসিয়ার সঙ্গে প্রথম ম্যাচে খেলা একাদশ নিয়েই।
সারাবাংলা/ এএম