Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বক্সিংয়ে স্বপ্ন দেখাচ্ছেন জিনাত ফেরদৌস

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২০:১৩

বক্সিংয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন জিনাত ফেরদৌস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম। গুগলে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেন। ২৭ বছর বয়সে বক্সিং শুরু করা জিনাত চার বছরে অংশ নিয়েছেন সাতটি প্রতিযোগিতায় যার মধ্যে পাঁচটিতেই জিতেছেন পদক। এই পাঁচ পদকের তিনটিই আবার সোনা।

জিনাতের বাবা-মা বাংলাদেশি। বাংলাদেশের হয়ে অনেকদিন যাবতই আন্তর্জাতিক পর্যায়ে বক্সিংয়ে প্রতিনিধিত্ব করছেন জিনাত। এই প্রথম এসেছেন ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিতে। এসেই বাজিমাত, ইতোমধ্যেই বক্সিংয়ের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন।

৩১ বছর বয়সী বক্সার আগের চেয়ে এখন আরও ধরালো। এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি ওজন শ্রেণিতে লড়ছেন তিনি। প্রথমবার দেশের কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে জিনাত বলছিলেন, ‘দুটি বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে লড়ার পর প্রথমবার দেশে গিয়ে খেলতে পেরে দারুণ আন্তরিক অনুভূতি হচ্ছে। নিজের ভূমিতে, সমর্থকদের সামনে খেলার যে “ফিল-গুড” ফ্যাক্টর, সেটা সত্যিই অনন্য।’

বিজ্ঞাপন

২০২৩ সালের এশিয়ান গেমছে প্রথমবার বাংলাদেশের হয়ে খেলতে নেমেছিলেন জিনাত। দেশের হয়ে এখনো সোনা জেতা হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে দেশকে সোনা এনে দেওয়ার টার্গেট আমেরিকায় বসবাসকারী এই বক্সারের।

বলেছেন, ‘সাত টুর্নামেন্টে পাঁচটি পদক—এবার লক্ষ্য, প্রতিটি প্রতিযোগিতায় পদক জিতবো। সামনে সাউথ এশিয়ান গেমসে মঞ্চে নামার সময় স্বর্ণপদক জয়ী প্রথম বাংলাদেশি বক্সার হতে চাই, মেয়ে–ছেলে উভয় বিভাগেই।’

জিনাতের বাবার বাড়ি নবাবগঞ্জে আর মায়ের বাড়ি পাবনাতে। ১৯৮৭ সাল থেকে জিনাতের পরিবার নিউইয়র্কে। তবে প্রফেশনাল বক্সার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়েই খেলছেন জিনাত।

সারাবাংলা/এসএইচএস

জিনাত ফেরদৌস